ডমেস্টিক সালাফি আলেমরা - TopicsExpress



          

ডমেস্টিক সালাফি আলেমরা হল অনেকটা ডগ স্কোয়াডের ট্রেনিং দেয়া কুকুরের মত।ডগ স্কোয়াডের কুকুরদের মত এদের ভাল প্রশিক্ষন বা ইলম তথা ভাল ভার্সিটির সার্টিফিকেট আছে, পাশাপাশি আছে ত্বাগুতের প্রতি অকুন্ঠ আনুগত্য। এরা বুঝে কোন সময় কোন ফতোয়া ঝেড়ে দিলে উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে এবং সেই সাথে ত্বাগুতও সর্বাধিক খুশি হবে। কালেভদ্রে এদের দিকে ত্বাগুত তার উচ্ছিষ্ট থেকে হাড়গোড় কিছু ছুড়ে দেয়- হয়ত সরকারি প্রকাশনায় কিছু বই বের করতে দেয় বা টিভিতে ফতোয়ার অনুষ্ঠান করতে দেয়। সব মিলিয়ে উচ্ছিষ্ট ভোগী এসব প্রানীদের জীবনযাত্রা বরাবরই সেসব আলেমের চেয়ে অনেক বেশি বিলাসবহুল হয় যারা হক্বের পক্ষে কথা বলেন, মুনাফিকির প্রতিদান হিসেবে ডমেস্টিক আলেমরা পান এসি কামরা আর হক্ব আলেমরা পান কারগার। -Vai Iftekhar শেয়ার চাই ।
Posted on: Wed, 17 Jul 2013 19:10:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015