ঢাকা মহিলা পলিটেকনিক - TopicsExpress



          

ঢাকা মহিলা পলিটেকনিক থেকে এক বোন আমাকে sms করেছে, আমি হুবহু দিলাম ৷ নীলা প্রিয়ন second semstear শিক্ষা জাতীর মেরুদন্ড । কিন্তু আমাদের দেশে শিক্ষার কোন মূল্যই দেয়া হয় না । না দেয় দেশের সরকার না দেয় দেশের মানুষ। শিখা যে দেশের কত উন্নতি করতে পারে তা এক সময় দেশের জনগন বোঝত না। কিন্তু আজ তারা শিক্ষা কি জিনিস তা তারা বোঝে। কিন্তু সরকার তা বোঝে না। বিশ্বের সব দেশে শিখার মান যেখানে দিনদিন বাড়ানো হয়,সেখানে কেনো আমাদের মান কমানো হবে ? অমারা যেখানে এত কষ্ট করি,রাত জেগে সেসনাল খাতা করি,প্রতিদিন ক্লাস করি,ক্লাস না করলে নাম্বার কম,এত কষ্ট করে কি আমারা সুপারভাইজার হবার জন্য ? এত কষ্ট করি তবু কেন ডুয়েট ছাড়া কোন ভাসির্টি নাই, কেন আমাদের ?তাহলে আমারা কি দেশের নাগরিক না ? যারা এইচ.এস.সি. দেয় তাদের কে কেন এত সুযোগ দেয়া হয় ? আমারাতো তাদের চেয়ে অনেক বেশি কষ্ট করি ৷ ৪০০ পলিটেকনিক এ দেশে। এখানে অনেকে জিপিএ ভাল পেয়েও আসে,উজ্জল একটা ভবিষ্যতের জন্য। সরকার আমাদের সাথে কেন এ বেঈমানি করছে ? আজ আমাদের সেমিষ্টার লস,ইয়ার লস হতে যাচ্ছে ?আমাদের উজ্জল ভবিষ্যত নষ্ট হতে যাচ্ছে কেন ? আমাদের কি দোষ ছিল ? আমরা এত কিছু থেকে কেন আজ বঞ্চিত ? যে ১১জন ছাত্র মারা গেছে,তাদের মা+বাবা আজ কেন কান্না করছে ? আমারাতো এখন ও কিশোর কিশোরী,কোন রাজনৈতিক দল আমারা করি না। কেন তাহলে আমাদের মরতে হলো, কেন আজ আমাদের সামনে নষ্ট ভবিষ্যত সামনে ? এখনও সময় আছে আমাদের দাবি মেনে নেন। আমারা বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করছি আজ ও। আমারা অনেক কিছু থেকে বঞ্চিত। তবু জেনারেল হোক,আর টেকনিকেল হোক কারো সাথে মান অভিমান করতে চাই না। আমারা সব ভুলে বন্ধু হতে চাই। আমাদের ছাড়া দেশ কোন সময় উন্নতি করতে পারবে না। আমারা সকলে মিলে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাব। তাই সব ভুলে আমাদের ন্যয দাবি মেনে নিন।আমরা এত কষ্ট করি আপনারাই বলুনতো এতটুকু দাবি কি আমারা মেনে নেয়ার আশা করতে পারি না ? #ইমন
Posted on: Sat, 02 Nov 2013 14:26:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015