ঢাকা শহরের যে সকল স্থানে - TopicsExpress



          

ঢাকা শহরের যে সকল স্থানে মেয়েদের নামায পড়ার ব্যবস্থা রয়েছে, আমাদের অনেক বোনই জানেন না নামায পড়ার স্থানগুলো কোথায় । তাই আসুন পোষ্টটি শেয়ার করে সকলকে জানিয়ে দেই। অনেক বোনদের উপকারে আসবে। আল্লাহ্ আপনাকে এর উওম বিনিময় প্রদান করুন। ১. ঢাকা নিউ মার্কেট মসজিদ ২. রাইফেলস স্কয়ার (জিগাতলা) ৩. ইস্টার্ন মল্লিকার ছাদে ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ৫. রাপা প্লাজার ৫ম তলায় জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭) ৬. সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭) ৭. গাউছিয়া মার্কেটের নিচ তলায় (ধানমন্ডি হকারস এর উল্টোদিকে) ৮. চাঁদনি চকের ৩য় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে) ৯. তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেকের সাথে) ১০. বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথ (৪র্থ তলায়) ১১. বায়তুল মামুর মসজিদ, সায়েন্সল্যাব (২য় তলা) ১২. ফেরদৌসি মসজিদ, মিরপুর-১ ১৩. মৌচাক মার্কেট (৪র্থ তলা) ১৪. জেনেটিক প্লাজা ১ম তলা (ধানমন্ডি ২৭) ১৫. বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি ৮) ১৬. উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ ১৭. স্কয়ার হসপিটাল ১৮. ডিসিসি সুপার মার্কেট (গুলশান ১) ১৯. উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার (মার্কেট) ৯ম তলা ২০.রমনা থানা জামে মসজিদ ২১. ইউনাইটেড হসপিটাল (৩য় তলা) ২২. এপলো হসপিটাল (৫ম তলা) ২৩. পিঙ্ক সিটি (বেইজমেন্ট) ২৪. মোহাম্মদপুর এ স্যার সৈয়দ রোড এর আল আমিন মসজিদ ২৫. আযাদ মসজিদ (গুলশান ২) ২৬. নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে) ২৭. ল্যাব এইড ডায়াগনস্টিক হসপিটাল (১.৫ তলা) ২৮. টুইন টাওয়ার শপিং সেন্টার (৪র্থ তলা) ২৯. ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমণ্ডি (বেইজমেন্ট) ৩০) বয়তুল মোকাররম জাতীয় মসজিদ। ৩১. North Tower (Market) 8th floor, Uttara House Building
Posted on: Tue, 23 Jul 2013 22:28:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015