তিনটি প্রশ্নের উত্তর - TopicsExpress



          

তিনটি প্রশ্নের উত্তর দিন, রামপাল সম্পর্কে আমি কোন পোস্ট দিবো না- ১.ভারতের মধ্যপ্রদেশ যেই বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় নাই, রামপালে সেই বিদ্যুৎ কেন্দ্র কেন? আমাদের দেশের বনে প্ল্যান্ট, ইন্দিয়ার কয়লার ব্যবহার, আমাদের লেবার আবার এই বিদ্যুতের ক্রেতা আমরাই, ইস দিস অ্যা জোক? ২. ভারতে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য গ্রামবাসী, গ্রাম ছেড়ে দেয় আর আমরা কি করছি? (telegraph.co.uk/earth/earthnews/3307953/Indian-villages-relocate-to-save-Bengal-Tiger.html) ৩. আপনার রাজকন্যা, আমার রাজপুত্র বড় হয়ে বলবে গ্রেট ইন্দিয়ান টাইগার, রয়েল বেঙ্গল টাইগার না, কিউরিয়াস মাইন্ড ওয়ান্তস টু নো তখন কি বলবেন নিজের বিবেক কে? আমার দেশের বাঘ (২০০৫ সালের গণনা অনুযায়ী ৪৫০ এর মতো) আপনাদের মতো দেশ প্রেমিক না যে, জি পি এস ব্যবহার করে এই দেশের সীমানার মধ্যে থাকবে, তা সে যতই কল কারখানা স্থাপন হোক না কেন বা বিদ্যুৎ কেন্দ্র। যদি রয়েল বেঙ্গল টাইগার, একসময় গ্রেট ইন্দিয়ান টাইগার হয়ে যায় তার আগে আরেকটা ব্যাপার করতে পারেন প্রেস নোট দিয়ে, আমাদের জাতীয় পশু হবে, "বাগডাসা"। #সুন্দরবন_বাঁচাও_রামপাল_বিদ্যুৎ_কেন্দ্র_থামাও - তপু মজুমদার
Posted on: Fri, 27 Sep 2013 17:55:24 +0000

Recently Viewed Topics




© 2015