তাবলীগ জামাতি আর পির - TopicsExpress



          

তাবলীগ জামাতি আর পির পুজারীদের চুলকানি পোষ্ট হা হা হা....... ডাঃ জাকির নায়েক,শাহরুখ খান এবং সোহা আলী খানকে আমন্ত্রন করে সেখানে বহুল আলোচিত সিনেমা *মাই নেম ইজ খান* ছবিটি নিয়ে একটি আলোচানা হয় আর সেখান হতে স্কিন শর্টে ডাঃ জাকির নায়েকের ছবি নিয়ে কিছু চামচা ইচ্ছামত কথা বলে। আমি ঐ চামচাদের বলতে চাই, আগে ভিডিওটি দেখুন সেখানে কি আলোচনা হয়েছে আর সেই প্রগ্রামটি কি ডাঃ জাকির নায়েকের আয়োজন নাকি তাকে আমন্ত্রন জানানো হয়েছে? ডাঃ জাকির ইহুদিদের দালাল , ইহুদী, খ্রিস্টানদের আইক্কা ওয়ালা বাঁশ দেওয়ার জন্য আপনাদের ব্যথা লাগে সুতরাং কারা ইহুদিদের দালাল তা জাতি জেনে গেছে আপনাদের মতো চামচাদের জন্য ভিডিও লিংকটি দিলাম একটু দেখে আসুন. hahrukh Khan,Dr Zakir Naik,Soha Ali Khan on NDTV…: youtu.be/a9OjHEWqm-o
Posted on: Tue, 04 Nov 2014 05:10:11 +0000

Trending Topics



class="stbody" style="min-height:30px;">
Hoy comenzamos una nueva etapa amor , una nueva vida , se q no es
Sa pakikipagtulungan ng FOI Youth Initiative, Right to Know! Right

Recently Viewed Topics




© 2015