তোমাদের একটা খুবি কমন - TopicsExpress



          

তোমাদের একটা খুবি কমন প্রশ্ন? ভাইয়া, “মেডিকেলের বিগত বছরের প্রশ্ন সমাধান করলে কয়টা কোয়েশ্চিন কমন পাওয়া যেতে পারে” ??? উত্তর: একটাও “নাও” পাওয়া যেতে পারে তাইলে লাভ কি ? বিগত বছরের কোয়েশ্চিন তাইলে সলভ করতে বলেন কেন ??? √√√ কারণ, 1. কোয়েশ্চিন স্ট্যাণ্ডার্ড সম্পর্কে ধারণা হবে, 2.ভাগ্য ভালো হলে কিছু কোয়েশ্চিন রিপিট হয়, সেগুলো কমন পাওয়া যাবে, 3. তুমি কোন তথ্যগুলো পড়ছো, ও পরীক্ষায় আসলে কোন তথ্য গুলো আসে তা বুঝতে পারবে, 4.★★★ তবে সবচেয়ে গুরূত্বপূর্ণ ব্যাপার হল- √√√ মেডিকেলে বিগত বছরের প্রশ্ন হুবুহু খুব বেশি রিপিট না হলেও, যেসব সব টপিকস্ থেকে প্রশ্ন আসে, ঐ টপিকস্ গুলো পরবর্তী বছরগুলোর জন্য খুব বেশি গুরূত্বপূর্ণ,,, যেমন, ★★★ পানির ত্রৈধ বিন্দুর মান কত? এটা ছিল একটা বিগত বছরের একটা কোয়েশ্চিন, সো, নেক্সট ইয়ার গুলোর জন্য, এই টপিকস্ এর বাকী কোয়েশ্চিন গুলো, যেমন- ★★★ পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত? ★★★ পানির ত্রৈধ বিন্দুর মান ফারেনহাইট স্কেলে কত ? ★★★ পানির ত্রৈধ বিন্দুর মান কেলভিন স্কেলে কত ? ★★★ পানির ত্রৈধ বিন্দুর 273 ভাগের এক ভাগকে কি বলা হয়? বিগত বছরের,সেইম টপিকসের এই প্রশ্নগুলো তাই, পরবর্তী বছরগুলোর জন্য বেশি গুরূত্বপূর্ণ,,, আশা করছি, তোমরা সবাই বুঝতে পেরেছো, সবার জন্য শুভ কামনা রইলো, Courtesy - কাব্যস লিখন sir
Posted on: Sat, 16 Aug 2014 05:41:28 +0000

Recently Viewed Topics




© 2015