তুমি চাইলে বৃষ্টি, মেঘও - TopicsExpress



          

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী অপেক্ষা শুধু বর্ষনের. . মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান বৃষ্টি তোমার আহবান. . . সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা. . . ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুলগুলো সব ছন্নছাড়া. . . তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে আকাশটা ঘিরে প্রার্থনা চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে জানিও তোমার অভ্যর্থনা. . . সাদা রঙের স্বপ্নগুলো দিল নাকো ছুটি তাইতো আমি বসে একা, ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাসফুলগুলো সব ছন্নছাড়া. . . .
Posted on: Mon, 26 Aug 2013 10:47:07 +0000

Trending Topics



t:30px;">
Still wide awake my mind is all over the place... some good some
Hello! i see a lot of you have liked the new Student Conservators

Recently Viewed Topics




© 2015