দাঙ্গামোদিদের চুপ - TopicsExpress



          

দাঙ্গামোদিদের চুপ করান! কলকাতায়, বাসে করে যাচ্ছি। সাউথ সিটি মলের কাছে ট্রাফিক ডাইভার্সন করা হয়েছে, মহরমের মিছিল যাওয়ার জন্য। আমার পেছনে বসা একজন লোক বলে উঠল, “একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বড্ড বেশি মুসলমানদের দয়া দেখানো হচ্ছে।” বাসের কেউ একথা শুনে সাড়া করল না। হ্যাঁ-ও নয়, না-ও নয়।লোকটি একে নীরব সমর্থন বলেই ধরে নিল। আমি ঘাড় ঘুরিয়ে বেশ জোরেই বললাম, “আপনার কি সমস্যা ট্রাফিক ডাইভার্সনের জন্য নাকি মুসলিমদের মিছিলের জন্য ট্রাফিক ডাইভার্সন করা হয়েছে বলে সমস্যা?” লোকটি উত্তর এড়িয়ে বলল, “যাই হোক, তাতে আপনার দরকার কী?” আমি বললাম, “হ্যাঁ, আমার দরকার আছে। অবশ্যই আছে। চারপাশের পরিস্থিতি এমনিতেই টেন্সড, আর আপনার মতো লোকজন তাতে আরও প্ররোচনা দিচ্ছেন।” এবার লোকটি একটু নরম গলায় বলল, “আরে দাদা... আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো আপনার বিরুদ্ধে কিছু বলিনি। বলেছি, বলুন?” আমিঃ “আপনি কী করে জানলেন, আমি মুসলিম নই? আমার মুখে লেখা আছে?” তখন তিনি রাস্তা আটকানোর প্রসঙ্গ তুলে বললেন, “তাহলে আপনি বলছেন, রাস্তা আটকানো ঠিক?” আমিঃ “আপনি কি দুর্গাপুজোর সময়ও একই কথা বলেন, যখন রাস্তার পর রাস্তা আটকে পুজো হয়? বৈশাখীর সময় যখন শিখদের মিছিল বেরোয়? প্রায় প্রত্যেক দিন যখন কোনও না কোনও দল রাস্তা আটকে মিছিল করে, আপনি কি প্রতিবারেই এই অভিযোগ করেন?” লোকটিঃ “যাদের জন্য দেশভাগ হল তাদের জন্য এত দরদ?” আমিঃ “দেশ আপনাদের মতো লোকদের জন্য ভাগ হয়েছে, যারা আজ ধর্ম নিয়ে, কাল জাত নিয়ে, পরশু ভাষা নিয়ে... আপনারা তো দেশ আবার ভাগ করবেন!” লোকটিঃ “আপনি রাজনীতি করছেন।” আমিঃ “আপনিও তাই করছেন। আপনি ধর্মের নামে করছেন।” দুজন যুবক আমাদের মধ্যে এসে ওই লোকটিকে বললেন, “উনি (আমি) ঠিকই বলছেন। আর আপনি তো যাবেন হাওড়া, যে রাস্তায় ট্রাফিক ডাইভার্সন নেই, তাহলে এতো গলাবাজি করছেন কেন?” শেষকথাঃ আমিও আর সবাইয়ের মতোই চাই না, লোকের সাথে ঝগড়ায় জড়াতে। আমিও শান্তিতে থাকতে ভালবাসি যেমন আর পাঁচজন চান। কিন্তু দাঙ্গামোদিদের আমাদের চিৎকার করে চুপ করাতেই হবে, রাস্তায়, অফিসে, কলেজে, এমনকি আমাদের ঘরেও। এবং সময় থাকতে থাকতেই এটা করতে হবে, যাতে এই আজেবাজে কথাগুলো বদ্ধমূল বিশ্বাসে পরিণত না হয়ে যায়, দৃঢ় ধারণা হিসেবে প্রতিষ্ঠিত না হয়ে যায়। Arnab Jana Azahar Ali Pulak Rana Abu Karim Sk Miraj Uddin Ashadul Rahaman Khan Anirban Dutta
Posted on: Tue, 04 Nov 2014 09:55:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015