দিন দিন দেখছি কথায় কথায় - TopicsExpress



          

দিন দিন দেখছি কথায় কথায় “ভারতীয় সংস্কৃতি”, “বঙ্গ সংস্কৃতি” এই ওই এমন নানা সংস্কৃতির কথা বলা হচ্ছে। তো এই সব সংস্কৃতি গুলো কি? মাথায় দেয় না খায়? “প্রকাশ্যে চুমু দেওয়া” নাকি বঙ্গ সংস্কৃতির বিরোধী। বাহঃ ভাল কথা। আচ্ছা বঙ্গ সংস্কৃতি কি কথায় কথায় নকল করা শেখায়? বর্তমানে যে সমস্ত মূল ধারার সিনেমা হচ্ছে তাঁর প্রায় সবটাই অন্য কোথাও থেকে নকল করা, নিজস্বতা নেই। আবার পঃবঃ মাননীয়া মুখ্যমন্ত্রী যে দেব কে দিয়ে শহীদ স্মরণে “পাগলু” গান বাজিয়ে নাচ করিয়ে নিল, সেটাও কি “বঙ্গ সংস্কৃতি”। শাহরুখ খান এসে মাঝে মুখ্যমন্ত্রীকে চুমু দিল, সে ক্ষেত্রে “বঙ্গ সংস্কৃতি” কি বজায় থাকল (আপনাদের কথা অনুযায়ী তো চুমু দেওয়াটাই বাজে, পাবলিক প্লেসে, আর এ ক্ষেত্রে তো খবরের চ্যানেলে তা দেখান হয়েছিল, সারা ভারত দেখল)তো? অনেক দিন আগে আনন্দবাজারের রবিবাসরীয় তে একটা লেখা পড়েছিলাম, “বাঙালিরা বেড্রুম থেকে আর বাথরুমে যেতে পারল না”(খুব ভুল না হলে এটাই ট্যাগ লাইন ছিল), সঙ্গে “Last tango In Paris” সিনেমার এক বিখ্যাত দৃশ্যের ছবি; Marlon Brando আর Maria Schneider এর সেই বিছানায় নগ্ন হয়ে বসে আছে মুখোমুখি। লেখাটা হয়ত এখন প্রযোজ্য। আর যাই হোক তৃণমূলের মুখে মানায় না, কলেজে কলেজে যে খেউর চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে, সেটা আর যাই হোক কোন ভাবেই কোন সংস্কৃতিকে বহন করে না, শুধু মাত্র আপনাদের পুরুষতান্ত্রিক সংস্কৃতি ছাড়া।
Posted on: Thu, 06 Nov 2014 06:08:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015