দিল্লী আলোর রিপোর্টা পড়ে - TopicsExpress



          

দিল্লী আলোর রিপোর্টা পড়ে বুঝা গেল গত দুই দিনের আন্দোলনে লেডি হিটলার ও তার সাজ্ঞপাঙ্গদের সাথে সাথে দিল্লী আলো ও দিল্লী ষ্টারদের মাঝেও কিছুটা আতংক ছড়িয়ে পড়েছে। টেনশান বেড়ে হাইপার টেনশানে চলে যাচ্ছে।এখন বিরোধী নেতা-কর্মীদের ধৈর্ষ ধরতে হবে, এবার ভুল করলে সব শেষ। আরেকটু, ইনশাল্লাহ আগামীর সুর্ষটা আবার নতুন করে উঠবে বাংলার আকাশে, সেই প্রতিক্ষায় আমরা।--- @ কিন্তু গত দুই দিনে বিরোধী দলের অবরোধ কর্মসূচিতে দেশব্যাপী অচলাবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। কিছু কিছু এলাকায় প্রশাসনিক নিয়ন্ত্রণ কমে গেছে। এতে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের একজন সদস্য প্রথম আলোকে বলেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আর সদ্য বাদ পড়া একজন মন্ত্রী বলেন, সারা দেশে সহিংসতা, জনমনে আতঙ্ক—সব মিলিয়ে বিষয়টা ভালো ঠেকছে না।@ prothom-alo/bangladesh/article/84682/%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F_%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%97_%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%81_%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B_%E0%A6%9B%E0%A6%95%E0%A7%87%E0%A6%87_%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0
Posted on: Wed, 27 Nov 2013 22:28:09 +0000

Trending Topics



EARN $2,000-$8,000 PER MONTH WITHOUT EVER ENROLLING A
NEWS SUMMARY GBM refutes reports by mwebantu University of

Recently Viewed Topics




© 2015