দেশ পত্রিকা দপ্তরে বসে - TopicsExpress



          

দেশ পত্রিকা দপ্তরে বসে আছেন কবি জয় গোস্বামী। এক যুগেরও বেশি সময়ের ঘটনা। দপ্তরে উপস্থিত সাহিত্যিক Joya Mitra। একটি স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছেন। তৎকালীন বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে আসার পরেই জয়াদি কবিতাটি লিখেছিলেন। কবিতাটির নাম জল উৎসব। কবিতাটি পাঠ শেষ হতেই কেঁদে ফেললেন জয় গোস্বামী। শুদ্ধসত্ত্বদার হাত ধরে যেদিন প্রথম জয়াদির ভবানীপুরের বাড়িতে গেছিলাম আমাদেরকে উনি কবিতাটি পড়ে শুনিয়েছিলেন। শোনা মাত্র বলেছিলাম, দিদি, এই কবিতাটি অনুবাদ করবো। দিদি একটু ইতস্তত করে বলেছিলেন, এখুনি ঠিক করো না। একটু সময় নাও। ভেবে দেখো। আমার অন্য কবিতাও আছে। বলেছিলাম, আপনার চারটে কবিতা রাখবো The Reciting Pens-এ। তারমধ্যে একটি অবশ্যই জল উৎসব। মনে আছে জয়াদির বাড়িতে ওঁর সামনে বসেই করেছিলাম অনুবাদের কাজ। জয়াদি খুশি হয়েছিলেন এটা জানি। তদোপরি কবি W.FBill Lantry আমার অনুবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন। আসুন, আজ আমরা আরেকবার অনূদিত কবিতাটি পড়ি... Water Festival The River distended thereafter. Heavy rush on the ground. The trees, field, forest, and the huts were fast approaching water. The railway tracks and the pitched roads joined hands together to get inside water. People, household, harvested land, and the stage of basil plant were all set in water. The tape recorder heavily sung Puria Kalyan, the tune of the doom. Inside the water. Intermingled was the call of home-return. Moos of the cows, and the stony dust from the small hoofs of the goats. The red soil and the white soil. Maidens of the land oscillated like the lively hair of the water-maiden. A little girl came embracing a kitten on her lap, and kept floating on the algae waves as if the kitten is her long white shirt or she was of the kitten. Until the dead end of life fear sat stiff on the branches of the trees, on the roof of the huts, on the solitary huge stone, and on the water-free hunger at the first floor of the school building. No fear of water anymore. Fishes and the children exchanged their eyes, for nothing needed to be seen. Fishes carried the eyes of the children on their mouths as if beautiful bubbles of the River. Silvery tiny fishes built room in the basket of lasses’ hair, while water-spiders slipped on the chests of young chaps. Water Festival commenced, Water Festival commenced, Water Festival. Dated: 11th December, 2000 Note: The poem marks the devastating flood, which occurred in the year 2000 in the southern part of West Bengal, India. The first and second floors of the school buildings are generally used as emergency flood shelters in rural areas.
Posted on: Fri, 12 Dec 2014 09:46:29 +0000

Trending Topics




© 2015