দুই দফা দাবিতে - TopicsExpress



          

দুই দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট-এর শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ, যানবাহন ভাংচুরের ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার সকালে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া- পাল্টা-ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা দুই দফা দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা মহাসড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের অনুরোধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দুপুরে একই দাবিতে নরসিংদী পলিটেকনিকের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অগ্নিসংযোগ ও ইনস্টিটিউটের বিভিন্ন ভবনের দরজা- জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন এদিকে, সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। অন্যদিকে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রাজশাহী জেলা শাখার উদ্যোগে শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের দুই দফা দাবি মেনে নেয়ার আহবান জানান। এ ছাড়া একই দাবিতে সিরাজগঞ্জে দুপুরে পলিটেকনিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। এ সময় তারা তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
Posted on: Sat, 28 Sep 2013 17:41:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015