দুই বন্ধু বল্টু আর - TopicsExpress



          

দুই বন্ধু বল্টু আর পল্টু একসাথে গেছে চাকরির ইন্টারভিউ দিতে। ৩টি প্রশ্ন মৌখিক করা হবে। বল্টুর ডাক পড়ল। । »পরীক্ষকঃ বাংলাদেশ কবে স্বাধীন হইছে। »বল্টুঃ ১৯৫২ তে হওয়ার কথা ছিল,১৯৭১ এ হইছে। »পরীক্ষকঃ ও আচ্ছা, বাংলাদেশের একজন জ্ঞানী গুনী ব্যাক্তির নাম বল? »বল্টুঃ স্যার একজনের নাম বললে আরেকজন মাইন্ড করবে। »পরীক্ষকঃ হুম । এইডস সম্পর্কে কিছু বল । »বল্টুঃ স্যার পরীক্ষা নিরীক্ষা চলতেছে.রিপোর্ট কয়েকদিনের মাঝেই পাব। পরীক্ষকঃ ঠিকাছে তুমি যাও.next ।। পল্টুঃ ধুস তরে কি কইছে? বল্টুঃ প্রশ্ন মন নাই,তয় উত্তর মন আছে। পল্টুঃ উত্তর মুখস্ত করে ফেলি। প্রশ্ন তো একরকমই হবে। বল্টুঃ ok ।। >পরীক্ষকঃ তোমার জন্ম কত সালে হয়েছে? »পল্টুঃ স্যার ১৯৫২ সালে হওয়ার কথা ছিল,১৯৭১ এ হইছে। >পরীক্ষকঃ এই ছেলে তোমার বাবার নাম কি? »পল্টুঃ স্যার অনেকেই তো আছে,একজনের নাম বললে আরেকজন মাইন্ড করবে। >পরীক্ষকঃ তুমি পাগল নাকি? »পল্টুঃ স্যার,পরীক্ষা নিরীক্ষা চলতেছে,কয়েক দিনের মাঝেই রিপোর্ট পেয়ে যাব।। : পল্টুরে কেউ মাইরালা... : : By- Rasal
Posted on: Fri, 03 Oct 2014 03:42:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015