দুই হাজার সালে বিল - TopicsExpress



          

দুই হাজার সালে বিল ক্লিটনের আহ্বানে পিলও-এর নেতা ইয়াসির আরাফাত এবং তৎকালিন ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ বারাক একটি শান্তি চুক্তির জন্য আমেরিকায় মিলিত হয় । দিন শেষে ক্যাম্প ডেবিডের সহায়তায় যে প্রস্তাবটি তৈরী করা হয় তা ছিলো নিন্মরূপ : The creation of an independent Palestinian state - Israeli withdrawal from approximately 95 percent of the West Bank - Israeli annexation of the remaining 5 percent of the West Bank, in exchange for an equivalent amount of territory in pre-1967 Israel - A road to the Temple Mount under Palestinian sovereignty - A secure highway between the West Bank and Gaza through Israel proper - The creation of a limited Palestinian army - Israeli acknowledgment of “the suffering of the refugees,” and the absorption of tens of thousands of Palestinian refugees into Israel, as well as the full right of return for refugees to the new Palestinian state - An international fund for the compensation and the restitution of Palestinian. এই প্রস্তাবে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ বারাক রাজি থাকলেও ইয়াসির আরাফাত রাজি হননি । ফিলিস্তিন-ইসরাইলি কনফ্লিক্ট বিশেষজ্ঞদের মতে ইয়াসির আরাফাতের রাজনীতির জীবনে এই সিদ্ধান্তটি ছিল সব চাইতে বড় ভুল । ফিলিস্তিনীদের স্বপ্নের স্বাধীন রাস্ট্র গঠনে এই চুক্তিটি ছিলো সর্বোচ্চ সুযোগ । পরবর্তীতে জানা যায়, ইয়াসির আরাফাত নিজে রাজি থাকলেও তার সহযোগী কিছু উগ্র ধর্ম পন্থী নেতাদের ভয়ে রাজি হননি । সে ভয় পাচ্ছিল এই চুক্তি করে দেশে ফিরলে তাকে মেরে ফেলা হবে । ২০০০ সালের পরে পৃথিবীর রাজনৈতিক প্রেক্খাপট অনেক বদলে গেছে । ইসরাইলের বর্তমান উগ্রপন্থী ক্ষমতাশীন দল আর দুই রাষ্ট্রের সলিউশনে বিশ্বাসি নয় । তারা মনে করে ধীরে ধীরে ফিলিস্তানিয়নদের নিশ্চিন্হ করে দেয়া যাবে । শুধু আমেরিকা নয়, চীন, ইন্ডিয়া, ব্রাজিল, তার চাইতে বড় কথা আরব রাস্ট্রগুলোর সাথে তাদের কুটনৈতিক সম্পর্ক জোড়াল । সেইদিন খুব বেশি দুরে নেই যখন আমরা দেখব ফিলিস্তান বলে একটি জাতি নিশ্চিন্হ হয়ে গেছে । ফিলিস্তানিয়নদের সাথে আরব রাস্ট্রগুলোর বিশ্বাসঘাতকতার মূল্য তাদের জীবন দিতে হচ্ছে এটাই বাস্তবতা ।
Posted on: Thu, 17 Jul 2014 12:39:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015