দুনিয়াতে বই কত প্রকার??? ... - TopicsExpress



          

দুনিয়াতে বই কত প্রকার??? ... একটা হিসাব কইরা দেখলাম; একেবারে প্রথম দিকে এই দুনিয়াতে যে বই গুলো ছিল, সেগুলোর ইংরেজী নাম Text Book .... এরপর ছিল Note Book, নোট বুকের পরে Phone Book। আগের সবগুলোর সাথে এখন যুক্ত হইলো Facebook। ... Facebook এমন একটা বই, যে বই সারাদিন খুলে বসে থাকা যায়। একটুও বিরক্ত লাগে না। তাছাড়া, প্রতিটা Book থেকেই মানুষ কিছু না কিছু শিখে। আর কিছুদিন পর, এমনও হতে পারে; মানব সভ্যতার শিক্ষা ব্যবস্থায়ও ব্যাপক পরিবর্তন চলে আসবে। কাগজ কলম উঠে যাবে। সন্তানরা Laptop, Notepad, Smart Phone এই হাতে খড়ি থেকে শুরু করে সব ধরনের শিক্ষায় শিক্ষিত হবে। পরীক্ষার পদ্ধতিও হবে অভিনব। যে কোন একটা বিষয়ের উপর লিখে পোষ্ট দিতে হবে। তারপর ফ্রেন্ডলিস্টে বন্ধু সংখ্যা আর ফলোয়ার হিসাব করে ‘লাইক’ আর ‘কমেন্ট’-এর আনুপাতিক হার বের করে Ranking এর ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে। ঐ সব পরীক্ষায় হয়তো কেউ ফেল করবে না। বাংলায় ‘ফেল’ অথবা ইংরেজীতে fail নামের কোন শব্দই থাকবে না। উঠে যাবে। ডিজিটাল যুগের ওই মানুষগুলো তখন একেবারেই ভুলে যাবে জীবন কি জিনিষ। কেউ তখন বলতেই পারবে না.... “মানুষের জীবনও একটা বইয়ের মতন। এই বই থেকেও অনেক কিছু শিখা যায়। বয়স যতো বেশী, শিক্ষাও ততো বেশী। এই জীবনের শিক্ষাও বিচিত্র রকমের। কেউ নিজের জিবনের অধ্যায় থেকে শিখে নেয় আবার কেউ অন্যের জীবনের অধ্যায় দেখেই শিখে ফেলে। প্রত্যেকের জীবনেই থাকে আলাদা আলাদা অধ্যায়। অনেকগুলো অধ্যায়। উত্থান-পতনের বিচিত্র বিচিত্র সব অধ্যায়।” ...
Posted on: Sat, 04 Oct 2014 09:47:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015