দুনিয়াতে বহু লামছাম - TopicsExpress



          

দুনিয়াতে বহু লামছাম দেখছি লাক্স চ্যানেল আই সুপারস্টারের মত লামছাম খুব কমই দেখছি! সুপারস্টারের সংজ্ঞা কি ? আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি ?? বিচারক হচ্ছে তাহসান ... গায়ক কখনো নায়ক কখনো বিচারক !! আলেকজান্ডার বলছিল সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ ..... একটু বাঁকা হও, একটু সোজাও হও, কোমড় ধুলাইলেই কি সুপারস্টার... তাইলে তো ছোটবেলার স্কুলের পিটি করাই ভালো, দল আরামে দাঁড়াও, সোজাও হও এইগুলা কইরাও সুপারস্টার হওয়া যায়... যেই মেয়ে গুলা স্টেজে উঠছে তারা কোন যোগ্যতার মাপ কাঠিতে সুপারস্টার!! কয়েক কেজি ময়দা লাগাইয়া চামড়া সাদা করা ছাড়া তো আর কিছুই দেখলাম না ...শব্দটা সুপারস্টার খেয়াল কইরা ... সুপারস্টার হইতে হইলে আপনারে অবশ্যই অনেক কিছু থাকতে হবে ! শুধু রুপের ঝলক থাকলেই তো হবে না, তাইলে ইউরোপের সাদা চামড়ার সবাই এক একজন সুপারস্টার :/ ... আর রুপের ঝলক ও দেখলাম না শুধু ময়দার বস্তা আর আটার বস্তা! আপনে নারী অধিকার চান, বিশাল বড় প্ল্যাকার্ড নিয়া খাড়াইয়া জান ... খুব ভালো কথা ! কিন্তু কোথায় নারী অধিকার প্রতিষ্ঠা হইতাছে আর কোথায় আপনারে পণ্য বানাইতাছে সেইটা আপনারে বুঝতে হবে ... আর সেইটা যদি আপনে বুঝতে না পারেন তাইলে আপনে রুপের ঝলক দেখাইয়া সুপারস্টার হইতে পারবেন কিন্তু অধিকার পাইবেন না !! কারণ যারা প্ল্যাকার্ড নিয়া দাঁড়াইয়া গেছে তারা আসল কর্ম সম্পাদন করিয়া নেতিয়ে পড়বে :/ মেয়েদের জন্য সত্যিকার সুপারস্টার হচ্ছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ ফারজানা ইসলাম, বুয়েটের বর্তমান ভিসি খালেদা ইকরাম, মঙ্গল গ্রহে প্রথম বাংলাদেশী লুলু ফেরদৌস অথবা জনস্বাস্থ্য বিভাগে নিয়োগ পাওয়া প্রধান নারী চিফ ইঞ্জিনিয়ার ... নারীদের জন্য এই পৃথিবীটা মোটেও সহজ না আর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাও একটু কঠিন ! তাই নেলসন ম্যান্ডেলা বলছিল Education is the most powerful weapon which you can use to change the world ... সত্যিকার অর্থেই সুপারস্টার হইতে চাও তাইলে আসল উইপনটা ইউজ কর আর সেইটা হইতাছে Education ... আর যদি সেইটা না অর্জন করতে পারেন তাইলে সুপারস্টার হয়ে কর্পোরেট বিছানার চাহিদা মিটাইতে হবে ... না এর চেয়ে নারীর শক্তি বেশি এই কথা বুঝতে হইলে ফেয়ার অ্যান্ড লাভলি আর লাক্স না মাখলেও চলে ... শুধু মাথার ভিতর একটু Education মাখলেই বুঝা সম্ভব ... By অপ্রস্তুত লেনিন
Posted on: Fri, 12 Sep 2014 17:23:14 +0000

Recently Viewed Topics




© 2015