দুর্গম গিরি কান্তার মরু - TopicsExpress



          

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার !! দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ- ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত ! কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার !! তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান- যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান ! ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার !! অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ- কান্ডারী, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ ! হিন্দু না ওরা মুসলিম-ওই জিজ্ঞাসে কোন্‌ জন, কান্ডারী, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র !! গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ- পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ? করে হানাহানি, তবু চল টানি’-নিয়েছ যে মহাভার !! ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান- আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান! আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুঁশিয়ার !! ~ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৬ আগস্ট ২০১৪ O impassable sea dustara Giri Forest wilderness! Will langhite nisithe nights, passengers beware .. Duliteche boat, phuliteche water bhuliteche chimriyache Columnist Paul K. Waterman dharibe helm, has the courage. re A young man, are advancing, hamkiche future, the heavy storm, will cross to take away boat !! Blackness of night, Mother-of-world-stored pain santrira sabadhana era of ghosiyache. Phenaiya cumulative chest became deprived Huff will take ihadere way, will give you the right !! Mariche helpless race to the bottom, do not know santarana Boys, today released dekhiba-betting your mother! Which they were not Hindu-Muslim-the jijnase, Boys, balls, dubiche people mother son Morgan !! Giri-crisis, timid passengers, the passengers feel afterwards baja garajaya Guru doubts forming today. Boys, what evidence? Tyajibe the middle path? The conflict, nonetheless lets Tunney That took mahabhara !! Execution stage, who was singing the joy of life Let invisibly damrayeche no sacrifice they will! Today you will jatere nation or relief, duliteche boat, phuliteche Water, Boys Beware !! 6 rebel poet Kazi Nazrul Islam, 26 ,08, 2014
Posted on: Tue, 26 Aug 2014 15:37:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015