দৃষ্টি - TopicsExpress



          

দৃষ্টি আকর্ষণ --------------- একটু পূর্বে ফেইসবুক হতে আমার নোটিফিকশনে একটি মেসেজ আসল। তাছাড়া আমি ব্যতিত আরো অনেকে মেসেজটি ইতিমধ্যেই পেয়েছে।মেসেজটি হল ; By using our services after January 1, 2015, you agree to our updated terms, data policy, and cookies policy and to seeing improved ads based on apps and sites you use. Learn more below about these updates and how to control the ads you see. Updating Our Terms and Policies: Helping You Understand How Facebook Works and How to Control Your Information Over the past year........... ............. এছাড়া আরো অনেক কিছু লম্বা মেসেজ। এক কথায় ১লা জানুয়ারী হতে পুরো ফেইসবুকে terms & policies তে নতূন আপডেট আসছে এতে নতূন কিছু নিয়ম কানুন যুক্ত হবে যার ফলে ফেইসবুকে শতকরা ১৫ থেকে ২০% ইউজার কমে যাবে। শুধুমাত্র ফেইসবুক এপলিকেশন সফটওয়ার ব্যতিত অপেরা মিনি,ইউসি ব্রাউজার দিয়ে ফেইসবুক ইউজ করা যাবে না।যার ফলে অনেক একাউন্ট এবং ফেইক আইডি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।বিশেষ করে বাংলাদেশে অনেক ফেইসবুক ইউজার কমে যাবে।তবে টেনশনের কোন কারন নেই ১ লা জানুয়ারী ২০১৫ পর্যন্ত অপেক্ষা করি দেখি ফেইসবুক কর্তৃপক্ষ কি সিদ্ধান্তে উপনীত হয়।
Posted on: Wed, 26 Nov 2014 07:17:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015