নেদারল্যান্ড এ - TopicsExpress



          

নেদারল্যান্ড এ মাস্টার্স, এবং পিএইচডি এর জন্য স্কলারশিপ নেদারল্যান্ডে সবচেয়ে সম্মানিত স্কলারশিপ এর নাম হল Nuffic. এই Nuffic scholarship নিয়ে অনেক বাংলাদেশি উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য নেদারল্যান্ড বা হল্যান্ড এ গমন করে। এই স্কলারশিপের আওতায় শর্ট টার্ম কোর্স, মাস্টার্স এমন কি পিএইচডি ও করা যায়। Tution fee, Living cost, travel cost, insurance, thesis grant এই স্কলারশিপ থেকে দেওয়া হয়। এই স্কলারশিপ এ দরখাস্ত করতে হলে, আগে নেদারল্যান্ড এর যেকোনো বিশ্ববিদ্যালয়ে শর্ট কোর্স অথবা মাস্টার্স এ ভর্তি হতে হবে অনলাইন এ। ভর্তি হওয়ার জন্য নিজের সাবজেক্ট এর সাথে যাতে মিল থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পিএইচডি এর জন্য আগে প্রফেসর ম্যানেজ করতে হবে। অনলাইন এ ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয় উক্ত ছাত্রের ই-মেইল বা পোষ্ট এর মাধ্যমে Admission letter or Offer letter পাঠাবে। এর পর স্কলারশিপ এর জন্য Nuffic এর হোম পেজ এ গিয়ে দরখাস্ত করতে হবে। এখানে বলে রাখা ভাল যে, এই স্কলারশিপ এ মেয়েদের জন্য বিশেষ কোটা আছে। অনেক সময় IELTS স্কোর ছাড়াও স্কলারশিপ পাওয়া যায়। যাদের এখন ও IELTS স্কোর নাই তারা ও দরখস্ত করতে পারে। প্রতি বছর সেপ্টেম্ব্র-অক্টোবর এ এই স্কলারশিপ এর জন্য দরখস্ত করতে হয় অনলাইন এ। নেদারল্যান্ড এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকা পাইতে হলে, University of Nederland লিখে Google এ Serach দিতে হবে।। আর এই স্কলারশিপ এর তথ্য জানতে হলে Nuffic scholarship in Nederland লিখে Google এ Serach দিতে হবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমার এই পেজ টার খোলার উদ্দেশ্য হল বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা, যারা মনে প্রানে চায় বিদেশ যেতে। কারন অনেক মেধাবী ছত্র- ছাত্রী আছে তাদের রেজাল্ট ভাল কিন্তু স্কলারশিপ সম্পর্কে ধারনা না থাকার কারনে বিদেশ যেতে পারে না। আর এই সুযোগ টা নিচ্ছে ভারত, পাকিস্তান, চীণ ,ইন্দনেশিয়া, থাইল্যান্ড। তারা সারা বিশ্বে সব স্কলারশিপ গুলো লুফে নিচ্ছে। আর আমার দেশের মেধাবী ছাত্র- ছাত্রী শুধু স্কলারশিপ সম্পর্কে ধারনা না থাকার কারনে বঞ্চিত হচ্ছে। আর এই স্কলারশিপ সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য আমার এই পেজ টা খোলা। তাই সবাই বেশি শেয়ার করবেন, যাতে আমার দেশের মেধাবি ছাত্রছাত্রী উপকৃত হয়। এ ভাবে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। আসুন সবাই এই পেজ টা তে লাইক বা শেয়ার দিয়ে সবাই কে জানিয়ে দেই।
Posted on: Sun, 10 Aug 2014 07:58:29 +0000

Recently Viewed Topics




© 2015