..না পড়লে CHOROM মিস.... একদিন - TopicsExpress



          

..না পড়লে CHOROM মিস.... একদিন বর্ষা ও জলিল ভাই গেলেও ইন্টারভিউ দিতে... বর্ষাকে দেখে প্রশ্নকর্তার ভাল লেগে যায় তাই সে মনে মনে তাকে চাকরি তে নেও সিধান্ত নিল ! ! প্রশ্নকর্তা বর্ষা কে প্রশ্ন করলেনঃ আপনি ডগ বানান করেন ! বর্ষা জনঃ DOG. প্রশ্নকর্তাঃ সাবাস। এরপর তিনি জলিল ভাইকে বললেনঃ আপনি হিপোপটমা বানান কয়রে। জলিল ভাইঃ- এটা তো পারি না প্রশ্নকর্তাঃ ভাই আপনি পারেন নাই তাই আপনি বাদ। ওর চাকরি হয়া গেছে। জলিল ভাই: মানি না। আমারে কঠিনটা ধরছেন ওরে সহজটা ধরছেন। প্রশ্নকর্তাঃ আচ্ছা ঠিক আছে আবার। বর্ষা আপা আপনি বলেন ১৯৭১ সালে বাংলাদেশে কতজন মারা গেছে? বরশাঃ ৩০ লক্ষ। প্রশ্নকর্তাঃ সাবাস।….. এরপর জলিল ভাইকে বললোঃ এইবার আপনি ওই ৩০ লক্ষ মানুষের নাম বল? ছেকা দিছে তাই-ছেকা খেয়ে যাই
Posted on: Sat, 26 Oct 2013 05:30:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015