নামাজ পড়ে বাসায় এসে - TopicsExpress



          

নামাজ পড়ে বাসায় এসে টিভিঅন করে রু-আফজা সর্বত খাইতেছি। হঠাৎআমার প্রাণ প্রিয় গুনধর ছোট বোন আইসা আমার পাশে বৈসা একখান মুচকিহাসি দিলো। হাসি দেইখা বুজলাম লক্ষন ভালা না। এই মাইয়া সহজে এইরাম হাসি দেইনা। আচরন্তা জানি কিরাম কিরাম। কৈলজাটা আচমকা ধক ধককরতে লাগল। - ভাইয়া - কি - কেমন আছিস - ভালা - একটা কথা বলি - আমি বারন করলে তুই মানবি? - হাহাহা - কও - আমার একটা বান্ধবি আছে - তোর বান্ধবি থাকলে আমি কিকরুম - আরে শুনবি তো আগে , আমার বান্ধবিটার একটা তোর মতো বড়ভাই আছে - তো ? - সে বড় ভাইটার একটা প্রেমিকা আছেতোর মতো - - ওর ভাইডা এক নাম্বার বদেরহাড্ডি , আমার বান্ধবিরে খালি ধমকাই , আমার বান্ধবিতা ওর অনেক হেল্প করে - তাইলে আমারে কস কেন - চুপ থাক শুন আগে - কউ - কিন্তু ওর ভাই তারে কোনো রকম কিছু দিয়া খুশি করে না - - খুশি মানে বুজছছত তো ? - হ - তো আমার বান্ধবি জিদ কইরাওর প্রেম কাহিনী ওর আম্মারেবইলা দিছে - কস কি - হ , এহন ওর আম্মা ওর ভায়ের মোবাইল , পিসি সব নিয়া ফেলছে আর পোকেট মানিওদেই না - তুই এগুলা আমারে কস কেন - না মানে তুই যদি ওর মতো আমারে খুশি না করছ , তাইলে তো বুঝস , আমায়তো ওতো ভাল না - কিরাম খুশি করুম - তেমন কিছু না , তুই সামনে স্টুডেন্ট থেইকা সেলারি পাবি না? - হ - তা থেকে ১০০০ টাকা দিলে আমি খুশি - কিছু কম দিলে হয় না , শপিং করুম তো - টাকা থাকলে সামনে অনেক শপিং করতে পারবি , মাগার প্রেমিকা না থাকলে তোর যা চেহারা আর একটাও পাবি না - টিক আছে - হুম , এখন যা আমারে টিভি দেখতে দে - আইচ্ছা কেউ আমারে মাইরালা , প্লিজ
Posted on: Sun, 28 Jul 2013 09:20:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015