নাম দেখে মুসলিম মনে হয় - TopicsExpress



          

নাম দেখে মুসলিম মনে হয় এরকম অনেক ফেসবুক ব্যাবহারকারীর ইনফোতে লেখা থাকে, Religious view: Humanity. এর মানে তারা ইসলাম থেকে বেরিয়ে একটা নতুন ধর্ম তৈরী করে নিয়েছে ইহুদী-খ্রিস্টানদের মত। এদেরকে মুসলিম বলব কিভাবে! এরা তো নিজেরাই মুসলিম পরিচয় দিতে চায় না। শুধুই ফেসবুক-ব্লগে না। এরা বিভিন্নরুপে আপনার চারপাশে থেকে আপনাকে তাদের দলে নেবার ফঁন্দিফিকির করছে। সাবধান!! মুসলিমদের সমালোচনা কাফিরদের কাছে যেভাবে আশা করেন, তাদের কাছ থেকে এর চেয়ে খারাপ সমালোচনা পেলেও বিভ্রান্ত হবেন না। পর্যবেক্ষণ করে এদের কিছু বৈশিষ্ট্য দেখলামঃ ১. এরা ফিলিস্থিন-সিরিয়ার বেসামরিক মুসলিমদের জন্য শোক প্রকাশ করবে মানবতা ট্যাগ লাগিয়ে। ৩. রহস্যময় এক কারণে তারা আরাকান, ইরাক, মিশর, উইগুর, কাশ্মির, চেচনিয়া, আসাম ইত্যাদি যায়গার মুসলিম নিধন নিয়ে তারা চুপ থাকবে। ৩. মুসলিম প্রতিবাদী কর্তৃক কাফির-তাগুত-শিয়াদের উপর হামলার ব্রেকিং নিউজ শুনে এই নিয়ে বিশাল এক গরুর রচনা পোস্ট করবে। (কয়েকমাস ধরে ফিলিস্থিন-সিরিয়ার মুসলিমদের উপর লোকদেখানো শোক মুহুর্তেই উধাও হয়ে যাবে।) ৪. এদের কাছে কয়েক হাজার মাদ্রাসা ছাত্রের রক্তের দাম নেই। ২৫০জন সুস্থ্য জিম্মী মেয়ের মুক্তির জন্য এরা সোচ্চার। ৫. এরা মুসলিমদের কে শোষিত-নিপীড়িত হিসেবে না দেখে, সন্ত্রাসী-জঙ্গী ডেকে যাবে। মোট কথা এদের কাছে কয়েক লক্ষ মুসলিমের রক্তের চেয়ে একজন কাফিরের রক্তের দাম বেশী। আপনি যদি মনে করেন একজন মুসলিমের রক্ত সারা দুনিয়ার চাইতে অধিক মূল্যবান, তাহলে মানবতাবাদী নামের ভন্ডদের থেকে বেঁচে থাকুন । [বিঃদ্রঃ শুধুমাত্র আমার মুসলিম ভাই-বোনদের কে বলছি। সকলপ্রকার অমুসলিমগণ দূরত্ব বজায় রাখুন!]
Posted on: Sun, 24 Aug 2014 12:14:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015