নীরেন্দ্রনাথ - TopicsExpress



          

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা শেয়ার করলাম নবীন কবি বন্ধুদের সঙ্গে । প্রাকৃত বচন / নীরেন্দ্রনাথ চক্রবর্তী গাছ নিয়ে লিখবেই যখন, গাছগুলি চিনে নাও । দেখে রাখো, এইটে অশথ্ব,ওইটে জারুল, ওইটে মহানীম । কিংবা যদি শুদ্ধতার প্রতীক হিসেবে কবিতায় ফুলের উল্লেখ করো, তবে উদ্যানে-অরণ্যে গিয়ে চিনে নিতে হবে কোনটা কোন ফুল । মনে রাখতে হবে, এইটে অতসী, এইটে অকন্দ , ওইটে হাস্নুহানা । ব্যাধির ওষুধ আছে প্রকৃতির ভিতরে, হয়তো তারই জন্য কবিতায় বারবার জোর দিয়ে প্রকৃতির কথা বলতে চাও । বলবার দরকার আছে, সন্দেহ করি না । কিন্তু খুকুমণি, তাঁর আগে প্রকৃতিকে ভাল করে জেনে নাও । চিনে রাখো, কোনটা বিষলতা আর কাকে বলে বিশল্যকরণী ।
Posted on: Sun, 06 Oct 2013 07:22:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015