¤¤¤ নারীর স্বাধীনতা - TopicsExpress



          

¤¤¤ নারীর স্বাধীনতা ¤¤¤ •••••••••••••••••••••••• ছেলের পছন্দ হলেই বিয়ে ঠিক!!! কেন? মেয়ে কি পণ্য ? মেয়েটা ও তো একটা মানুষ।হ্যাঁ তবে মেয়ে দেখা দেখির ক্ষেত্রে যেটা হাওয়া ঊচিত তা হল, মেয়েকে বলতে হবে আজ তোমাকে একটা ছেলে দেখতে আসবে এবং তুমি ও দেখবে। শুধু তোমাকে পছন্দ করলে নয়, তোমার কাছে ছেলে পছন্দ হলে তারপর বাকী কথা হবে এর আগে নয় {এবার অনেকেই বলবেন মেয়েরা তো অচেনা ছেলের দিকে তাকাতে লজ্জা পাবে, তাহলে অন্যভাবে ছেলেকে দেখাতে হবে। আর যদি বলেন, ছেলে পছন্দের কথাটাও বলতে লজ্জা পাবে, সেই জন্য প্রয়োজনে তাকে ২-১ দিন সময় দিয়ে তার নিকটস্থ কারো মাধ্যমে হলেও পছন্দের সম্মতি স্পষ্ট করতে হবে} কিন্তু এখন যা চলছে => এখন চলছে তার ঠিক বিপরীত সেটা হল ছেলের পছন্দ হলেই দুই-চার মাস ধরে সব ঠিকটাক হাওয়ার পর আআকদ্ নিকাহ হাওয়ার আগ মূহুর্তে মেয়েকে বলা হয় অমুকের সাথে তোমার বিয়ে তুমি রাজি আছো? মেয়েটা তখন চিন্তা করবে যে এতো কিছু কথা পাকা পাকি হাওয়ার পর এই মূহুর্তে না বললে কেমন হবে? হ্যাঁ বলা ছাড়াতো আর ঊপায় নাই!! যাক কি আর করার?অতএব প্রথমে পছন্দের কথা জিজ্ঞাসা না করে , পরে সবকিছু ঠিকটাক করে মেয়ের থেকে অনুমতি নেওয়া এইটা অনুমতি নেওয়া নয় !! এটা অনুমতির নেয়ার নামে মেয়েকে এক প্রকার বাধ্য করা ছাড়া আর কিছুই নয়!! ছেলে সংসার করবে বলে ছেলে পছন্দকরতে পারবে।তো মেয়ে কি সংসার করবেনা?মেয়েকে ছেলে পছন্দ করতে না দেওয়া এটা কি রাসুল(সাঃ) বলেছেন? সংসার করবে মেয়ে, আর ছেলে পছন্দ করছে অন্যরা!!! আমরা আজ এভাবেই নারীকে পণ্য বানিয়েছি!! ঊল্টো আরো বড় গলায় বলি যে -ইসলাম নারীকে স্বাধীনতা দেয়নি!! স্বাধীনতা ইসলাম দেয়নি?নাকি আমি-আপনি দেয়নি? স্বামী স্ত্রীকে সারা জীবন লালন করবে এই কর্তৃত্বের বলেই কি একতরফা চাপিয়ে দেয়া? স্ত্রীকে লালন করা এটাতো হযরত আদম (আঃ) থেকেই চলমান!! {আর পাত্রী পক্ষ মেয়েকে বোঁঝা মনে করে যেমনি-তেমনি পাত্রস্থ করলে ঐ মেয়ে লালন-পালন করলো কেন?} আফসোস!! দ্বীন ইসলামকে আমরা আজ অনেক দূরে ফেলে দিয়েছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) জাহেলিয়াতের কালো অন্ধকার থেকে যেই নারীকে তুলে এনেছিলেন।আফসোস!! আজ আমরা শয়তানের ফাঁদে পড়ে আবার নারীকে জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছি !! {মনে রাখবেন => মানুষ,ইনসান,জাতি এসব শব্দ দিয়ে নারী-পুরুষ দুটাকেই বুঝায়। সুতরাং ছেলের যেরকম পছন্দ আছে,ঠিক তেমনি মেয়েরও একটা পছন্দ আছে} এইভাবে একতরফা ভাবে নারীর ব্যক্তি স্বাধীনতার ঊপর হস্তক্ষেপ করা এটা ইসলাম সমর্থন করেনা! করেনা!! করেনা !! (বর্তমানে আমাদের দেশে নারীকে পণ্য বানিয়ে ৮০% বিয়ে এই ভাবেই হয় এটা খুব দুঃখ জনক!!) [আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, তবে পাত্র-পাত্রী দেখা-দেখির বিধান এটাই] হে আল্লাহ আমি অধমকে সহ সকলকে কবুল কর|••• - আমীন।
Posted on: Wed, 06 Nov 2013 05:03:39 +0000

Recently Viewed Topics




© 2015