নির্মিত হল Robo Mechatronics Association(RMA) - TopicsExpress



          

নির্মিত হল Robo Mechatronics Association(RMA) থেকে চুয়েটের প্রথম কোয়াড্রোকপ্টার CUET QuadroPhoeniX । বাংলাদেশে সম্প্রতি বহুল-চর্চিত Aeronautical Device গুলোর মধ্যে এতেই সর্বপ্রথম গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) প্রযুক্তি ইন্টিগ্রেট করা হল। নতুন যুক্ত এই ফিচারে উড়োযানটি যেকোন সময়,এর তাৎক্ষণিক অবস্থান মেমোরিতে রেখে নির্ধারিত কাজ সম্পাদন করার পর আবার ঐ নির্ধারিত জায়গায় ল্যান্ড করতে সক্ষম।পুরোপুরি স্বয়ঙ্ক্রিয় এই উড়োযান দূর থেকেও নিয়ন্ত্রণ-সুবিধাযুক্ত। নির্মাতাঃ আহমেদ নাসিফ হোসেন অয়ন ও শামীমুজ্জামান সানি
Posted on: Sun, 28 Sep 2014 15:18:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015