নিষ্ঠুর বাস্তবতা Written By :: - TopicsExpress



          

নিষ্ঠুর বাস্তবতা Written By :: কাব্যপ্রেমী সন্দীপ (Himu) . . বিকেল সাড়ে ৫ টা । সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে পড়বে ভাব । সবুজ ঘাসের উপর বসে সিগারেট ধরিয়ে সাকিবের জন্য অপেক্ষা করছে অভি । দুপুর ১ টা থেকে প্রায় ১০ জনের কাছে গিয়েছিল অভি । কিছু টাকা দরকার। খুব প্রয়োজন। একজন হাসপাতাল এ। অভির মা । ওর ছোট বোনটা কল করেছিল। কি হয়েছে বলেনি শুধু বলেছে যত তাড়াতাড়ি পারে ৬০ হাজার টাকা নিয়ে বাসার পাশের হাসপাতালটাতে যেতে। ডাক্তাররা নাকি টাকা না পেলে চিকিৎসা করাবেননা। আভিও তাই কী হয়েছে আর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। ওর কাছে রোগের নামের চেয়ে টাকাটাই বেশি দরকার বলে মনে হয়েছে। প্রথমে অভি গিয়েছিল ওর চাচা আতিক সাহেবের কাছে ,টাকার কথা বলতেই তিনি নানা অজুহাতের কথা তুলে বলেন ঘরে বা ব্যাংকে কোন টাকা নেই। অভি জানে তিনি মিথ্যা বলেছেন। তবে সময় নষ্ট না করে ছেলেটা দৌড়ে যায় খালার বাসায়। মেয়ের বিয়ে হয়েছে মাসখানেক আগে। এই অযুহাতে তিনিও দুঃখিত বলে দিলেন। তারপর অভি গিয়েছিল ওর মেস ম্যানেজারের কাছে ! তিনি তো অভিকে অপমান করেই তাড়িয়ে দিলেন । এরপর রাজশাহী শহরে অভির যত আত্মীয় আছে প্রায় সবার বাসাতেই ও গিয়েছিল । সবার কাছেই টাকা নয়, ওর মার জীবন ভিক্ষা চেয়েছিল। শুধুই কি মার? তাঁর জীবনের সাথে যে অভি আর ওর ছোট বোন অন্দ্রিলা এর জীবন ও জড়িত। তবে হয়তো অভির ভিক্ষা চাওয়াতে তেমন একটা জোর ছিল না। কেওই কিছু দিলনা। সব শেষে সাকিব জানতে পারে আর সে এখানে অপেক্ষা করতে বলেছে। বলেছে তার কাছে আছে টাকা। ধার দিতে পারবে। মা সবসময় অভিকে বলতেন,অন্যায় কাজ করে টাকা কামানোর চাইতে ন্যায় কাজ করে উপোস থাকাও ভাল। অভি মেনে নিয়েছিল। তিনি বলতেন,সারাজীবন সৎ পথে চলবি,দেখবি কখন ও কোন বিপদে থাকলে সারা পৃথিবী এসে তোকে সেই বিপদ থেকে উদ্ধার করে নিবে। অভির আজ মনে হচ্ছে ,ওর মা ভুল ছিল। ও মনে মনে ওর মাকে দুষছিল আর প্রলাপ বকছিল , আজ দেখলে তো, তুমি ভুল ছিলে মা । এটা স্বার্থপর দের দুনিয়া। এখানে তোমার মত মানুষের কানাকড়ি দামও নেই। দেখলে তো,থেকেও দিল না। তুমি ভুল ছিলে মা । অভির মনে নেই, ওর এক দাদীর কাছে শুনেছিল, বাবার মৃত্যুর কয়েক বছর পর ওর নিমোনিয়া হয়েছিল ছোট বেলায়। তখন মা থাকত ঢাকায়। ও আর ওর দুই বছরের ছোট বোনটা থাকত গ্রামে এক খালার সাথে ! খুব ভাল বেতনের চাকরি করত তখন অভির মা ঢাকাতে । কিন্তু অভির জন্য তিনি চাকরির তুয়াক্কা না করে চলে এসেছিলেন। ওই চাকরিটা থাকলে হয়তো আজ ৬০ হাজার টাকা তেমন কোন ব্যাপার ছিলনা। অভির মা এখানেও ভুল ছিলো বলে মনে হয় অভির । আজ যদি অভি না থাকত তাহলে কিই বা হত? এই পৃথিবীর কিছুই যাই আসত না। তাও আজ ওর মাকে এতটা কষ্ট তো করতে হত না। অভির মা এখানেও ভুল ছিল। সাকিব এসেছে টাকা নিয়ে। বাইক ও আছে তার সাথে। মনে কি যে শান্তিটা পেল অভি তা বলার মত ভাষা পৃথিবীতে সৃষ্টি হয়নি। ৫ মিনিটেই পৌঁছে গেল হাসপাতালে। টাকাগুলো নিয়ে দৌঁড় মারল ভিতরে। অন্দ্রিলা কে দেখা যাচ্ছে। ওই যে,মাকেও দেখা যাচ্ছে। স্ট্রেচারে ঘুমিয়ে আছেন। একি অন্দ্রিলা এভাবে কাঁদছে কেন?! মা দেখ আমি টাকাটা এনেছি তো। চিত্কার করে বলল অভি ! কিন্তু আরও জোরে চিত্কার করলেও হয়তো অভির মা আর শুনতে পাবে না ! কারন বিধাতা যে তাকে নিজের কাছে নিয়ে গেছে ! টাকাটা মার পাশে রেখে বেরিয়ে এল অভি। মা বলতেন, একদিন সবাইকেই যেতে হবে।অভি জড়িয়ে ধরে বলত, তোমাকে কখন ও যেতে দিব না। বাট ও পারেনি। বাইরে এসে বৃষ্টিস্নাত আকাশের পানে মুখ করে অভি মাকে ডেকে বলল --- ================ মা তুমি ঘুমিয়ে গিয়ে আবারও প্রমাণ করে দিলে যে,, তুমি সবসময়ই সঠিক ছিলে। মা শুনেছি,, ঐ পাড়ে কেও একজন আছেন। তুমি তো এখন ওখানে মা। ওনাকে কি একটু জিজ্ঞেস করবে,, কেন উনি পৃথিবীর বেশিরভাগ মানুষকে সাকিবের মতো না বানিয়ে চাচা খালাদের মতো বানিয়েছেন!! আজ একটা মানবতার হাত পেতে পাড়ি দিতে হয় ৪-৫ শ কিলোমিটার! আজ যদি সাকিবের মতো মানুষগুলোকে ১ কিলোমিটার পর পরই পাওয়া যেত,, তাহলে হয়ত এখন তোমাকে লক্ষ কিলোমিটার দূরে থাকতে হতো না মা। . # Himu
Posted on: Mon, 10 Nov 2014 04:39:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015