নিষ্পাপ ড্রাকুলা পুরোটা - TopicsExpress



          

নিষ্পাপ ড্রাকুলা পুরোটা পড়ার অনুরোধ রইলঃ ________________________________ খুব কষ্ট লাগে যখন দেখি ইন্ডিয়ানরা ৬০০ টাকা জোড়ায় পদ্মার ইলিশ খায় , আর বাংলাদেশীরা পহেলা বৈশাখ উপলক্ষ্যে ৩২০০০ টাকা হালিতে ইলিশ কেনে । যারা ফারাক্কা ব্যারেজ বানিয়ে পদ্মাকে ধ্বংস করে দিল তারাই খাচ্ছে পদ্মার ইলিশ ! আর এদিকে আমাদের কপালে চুনোপুটিও জোটে না ! ... হাসিনা আপ্পু আমাদে ১০ টাকা কেজি চাল দিচ্ছেন ! (আমি কোন দোকানে ১০ টাকা কেজিতে পাই নাই) । অথচ ভাত খাওয়ার লবণের দাম চুকাতেই আম পাবলিকের ঘাম বেরিয়ে যাচ্ছে । মাছের বাজারে আগুন, কাচা বাজার উত্তপ্ত ! তাইলে ঠান্ডা কোনটা খালি চালের বাজার ? এদেশে গাড়ির কারখানা নেই , ইন্ডিয়া থেকে সরকারকে BRTC আমদানি করতে হয় ! অথচ গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের ধোলাইখাল একরাতেই ফেরারীর ডুপ্লিকেট দিতে পারবে । ৮০ কোটি ডলারের বুগাত্তি ভেরন ৮০ লাখ টাকায় বানিয়ে দিতে পারব ! তাইলে পার্থক্য কোথায় ? পার্থক্য হল ওরা ওয়ারেন্টি দিতে পারে আমরা পারব না । কেন পারবনা ? আমাদের নেই উদ্যোক্তা , কে নিবে মাননিয়ন্ত্রনের উদ্যোগ এটা তো সরকারের নেয়ার কথা ॥ খেয়াল করে দেখুন, আমার পরিচিত এক ভাইয়া কম্পিউটার ইঞ্জনিয়ার (বুয়েট থেকে) । কি করে শুনবেন ? MBA করে একটা লোকাল ব্যাংকে চাকরি করে ! কেন ? ঐ পোস্টে কি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকার কথা ? একজন কমার্সের মোটামুটি স্টুডেন্টকে ২ বছরের কোর্স করিয়ে ঐ চেয়ারে বসিয়ে দিলে দিব্যি কাজ করতে পারবে ॥ শিক্ষার সঠিক মূল্যায়ন নেই এদেশে । কেন নেই জানেন ? এপ্রসঙ্গে বলি আমার এক বন্ধু একবার বলেছিল রাজউক ভবন হল রাজকীয় দুনির্তী ভবন আর দুদকের অফিস হল , দুনির্তীর কালো হাত । দেশ ডিজিটাল করতে হলে টেকনোলজি বাড়াতে হবে , আমাদের মেধা আছে , প্রযুক্তি নেই । গবেষণার ক্ষাত নেই । ঢাবির অনেক সাবজেক্ট আছে যেগুলার দাম এদেশে নাই , অথচ ঐ বিষয়ে পড়াশুনা করে বিদেশে যান দেখবেন গরম কাকে বলে । এভাবেই মেধা পাচার হচ্ছে বিদেশে ॥ দুই নারী যাতাকলে এদেশের মানুষ চিরকালই জুস হতে থাকবে এবং মন্ত্রী আমলার লুটেপুটে খাবে সাধারণ মানুষের অর্জণ !!
Posted on: Mon, 24 Jun 2013 03:51:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015