নতুন চমক নিয়ে আসছে Symphony ZII- - TopicsExpress



          

নতুন চমক নিয়ে আসছে Symphony ZII- চলুন দেখি কি কি থাকছে Symphony & Walton আমাদের দেশিয় বাজারে প্রতিদ্বন্দ্বী দুইটি মোবাইল ব্র্যান্ড। সল্প দামের মধ্যে আমাদের কাছে এন্ড্রয়েড এর অনেক ভালো কনফিগ এর ডিভাইস পৌঁছে দিয়েছে তারা যা আমরা এই দামে পেতে হলে অনেক দিন অপেক্ষা করতে হতো সেটা যদি সনি অথবা অন্য ব্র্যান্ড চাইতাম। তবে সম্প্রতি জানা যায় Symphony তাদের নতুন ও চমক করা একটি ডিভাইস রিলিজ করতে যাচ্ছে। তারা ডিভাইস টির নামকরন করতেছে Symphony ZII নামে। Symphony এর নতুন চমক হতে যাচ্ছে এই ডিভাইস টি। চলুন দেখি কি কি থাকছে এতে প্রথমে যেটা বলতেই হবে সেটা হল Symphony এই প্রথম তাদের ডিভাইস এর মধ্যে গরিলা প্রোটেকশন গ্লাস ইউজ করতে যাচ্ছে এবং তা থাকছে এই ডিভাইস টি তে। এছাড়াও এই ডিভাইস এন্ড্রয়েড সবচেয়ে লেটেস্ট ভার্সন এ রিলিজ হবে যা Android Jelly Bean 4.2.2 . প্রসেসর এর কথা বলতে গেলে এতে থাকছে ১.২ গিগার্জের কোয়ারড কোর কোরটেক্স এ সেভেন প্রসেসর যা এন্ড্রয়েড এক্সপেরিএন্স কে করবে আরও চরম। গেইমিং নিয়ে ভাবছেন? ভাবার কিছু নেই… সিম্ফনি এর এই নতুন ডিভাইস টি তে থাকছে PowerVR SGX 544 MP গ্রাফিক্স ইউনিত যা আপনাকে হেইচডি(HD) গেমিং এ দিবে এক নতুন মাত্রা এবং প্রায় সকল প্রকার হেইচডি গেইম খেলতে পারবেন। এছাড়াও এতে থাকছে 4.8 ইঞ্চি সুপার আমোলেড ডিসপ্লে যা আপনাকে দিবে আরেক নতুন অভিজ্ঞতা। এবার আসি ক্যামেরায়। Symphony এর এই নতুন ডিভাইস এ তারা দিতেছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং 4128×3096 পিক্সেল ছবির রেজুলেশন। ভিডিও করবেন? এতে থাকছে 1080p সমৃদ্ধ ভিডিও ক্যামেরা এবং হেইচ ডি আর প্রজুক্তি। এছাড়াও 3G কল সাপরটেড এই ডিভাইস এ ভিডিও কল এর জন্যে সামনে থাকছে ২মেগাপিক্সেল এর ক্যামেরা যা ৭২০পি রেজুলেশন এ ভিডিও করতে সক্ষম। অনেকে জানিয়েছেন সিম্ফনি এর চার্জ সমস্যা ও ব্যাটারি এর সমস্যা। তাই এবার সিম্ফনি দিতেছে ২২০০ mAh. এর ব্যাটারি যা ৩৫০ ঘণ্টা পর্যন্ত আপ টাইম দিবে এবং ৪-৫ ঘণ্টা কথা বলতে পারবেন একটানা। সব মিলিয়ে কম দামের মধ্যে চরম একটি ডিভাইস। ও হাঁ… জানা গেছে এই ডিভাইস টির দাম নেয়া হবে ২০হাজার এর মতো। যাই হোক… চলুন এক নজরে দেখি ফেলি এর স্পেসিফিকেশন… Xplorer ZII Description Specification Key Features Description OS 4.2.1 Jelly Bean Display Size 4.8″ HD Super AMOLED with Gorilla glass Camera 13 MP Primary + 720P Secondary Multimedia MP3, MP4, FM Data Services 3G, EDGE,GPRS ,Wifi Phonebook Entries Unlimited Multitouch Yes Technical Features Description Display Resolution HD (1280*720) CPU 1.2 GHZ (Quad Core Cortex A-7) GPU PowerVR SGX 544 MP Internal Memory RAM 1GB (User Available RAM 971 MB) Storage ROM Total 16GB (User Available ROM 980 MB) internal SD card 12.34GB Extended up to 32GB Camera Feature Flashlight Battery 2200 mAh Li-ion WLAN Wi-Fi 802.11, Wi-Fi Hotspot GPS Yes Stand by time* 350 Hour(*depend on phone setting, Network) Talk time 04 Hour(*depend on phone setting, Network) Audio Player MP3,AMR,AAC,AAC+ Audio Recorder AMR Video Player mp4,3gp, H.264 Video Recorder Yes, Full HD 1080p 3.5 mm jack Yes Other Features Description Dimension 137.8*69.9*10 mm Recorder Audio, video & call recorder Bluetooth Yes USB Mass storage Yes USB Modem Yes MMS Yes Email Yes Built in Applications Angry Birds, Fruit Ninja, Subway surf, Facebook, Youtube, Android Market(Play Store), Temple Run 2, Nimbuzz, Gmail, Skype, Office suite, Dictionary Special Features GPS, Proximity & Accelerometer sensor, Full HD 1080P Video support, HD Games support, 9.65 mm Slim, MUSE UI
Posted on: Fri, 19 Jul 2013 18:00:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015