নবীনগর উপজেলার - TopicsExpress



          

নবীনগর উপজেলার প্রেসক্লাবের কমিটি গঠন সঞ্জয় সভাপতি-বাবুল সম্পাদক নবীনগরের খবর// ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গতকাল শুক্রবার দুপুরে অত্র ক্লাবে গঠন করা হয়। অত্র ক্লাবের আহ্বায়ক সঞ্জয় সাহার সভাপতিত্বে সাধার সভায় সর্বসম্মতিক্রমে সঞ্জয় সাহা (আমাদের সময়) কে সভাপতি ও রেজাউল করিম বাবুল (দৈনিক জনতা) কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী ওয়াজেদ উল্লাহ জসীম(ভোরের ডাক), সহ-সাধারন সম্পাদক নূরে-আলম (বিপ্লব)(দৈনিক ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক খানজাহান আলী চৌধুরী(দৈনিক বর্তমান), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম জসিম উদ্দীন(সাপ্তাহিক চোখ), অর্থ ও দপ্তর সম্পাদক ইদন খান(সরেজমিন বার্তা), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক হেদায়েত উল্লাহ(ইর্ষ্টান মিডিয়া), সদস্য জহিরুল ইসলাম(অন্য দিগন্ত), সুভ্রত সাহা রানা(রূপালী ধারা), আক্তারুজ্জামান(দৈনিক তিতাস কন্ঠ) ও সাধারন সদস্য ফটো সাংবাদিক মো: স্বপন । উল্লেখ্য গত ১লা আগস্ট উপজেলা পরিষদ মসজিদ মার্কেটে এক ঝাঁক সৎ নিষ্ঠাবান সাংবাদিক নিয়ে সঞ্জয় সাহাকে আহবায়ক করে অত্র ক্লাব গঠন করা হয়।
Posted on: Fri, 06 Sep 2013 15:33:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015