***** নবী রাসুল (সাঃ) কবর - TopicsExpress



          

***** নবী রাসুল (সাঃ) কবর স্হানান্তর !!! ??? ***** নবী রাসুল (সাঃ) কবর স্হানান্তর মূলক খবর যঘন্য বিভ্রান্তিকর মিথ্যাচার । বিদ্যুতের বেগে মিডিয়া থেকে মিডিয়ায় প্রচার হয়েছে নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফ’কে স্থানান্তরের পরিকল্পনার সংবাদ । অনলাইন, ব্লগ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, ফেসবুক, টুইটার এবং মিডিয়া কোথাও বাদ নেই । আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলছে বিষয়টি নিয়ে । কিন্তু এর বাস্তবতা কি ? শরীয়ত সম্মত কি না ? আসলেই এরকম কোন পরিকল্পনা হয়েছিল কি না ? তা নিয়ে কারো মাথা ব্যাথ্যা নেই । মিথ্যা সংবাদ, মিথ্যা কথা, মুখরোচক বিষয় মানুষের কাছে এত প্রিয় যে, দ্রুততম সময়ে তা প্রচার করতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হয় না । সংবাদ মাধ্যমে খবর’টির এত হিড়িক দেখে ফোন করা হয়েছিল, মসজিদে নববীর বাউণ্ডারী সংলগ্ন প্রতিষ্ঠিত কোর্টের অন্যতম সম্মানিত বিচারক “শাইখ হাসান সা’দ আল গামেদী”র কাছে । তিনি বললেন, এটি একটি অপপ্রচার । একটি মিথ্যা সংবাদ । সৌদী সরকার এরকম কোন পরিকল্পনা কখনই নেয়নি । তাছাড়া এটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ । তাই এদেশের মুফতী’দের পক্ষ থেকে এধরণের ফতোয়া প্রদানের প্রশ্নই উঠে না । তিনি বললেন, মসজিদে নববী দক্ষিণ তথা কিবলার দিকে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছিল । কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দেয়া হয়েছে । আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) এর ওফাতের পর সাহাবীগণ তাঁর দাফন কোথায় হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছিলেন । তখন আবু বকর (রাঃ) যে কথা বলেছেন তা আমি ভুলি নি । তিনি বলেছেন, আল্লাহ তায়ালা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দান করেন, যেখানে দাফন হওয়া ঐ নবী পছন্দ করতেন । অতএব তাঁর বিছানার স্থানেই তাঁকে দাফন কর । (তিরমিযী হাদীস নং - ১০১৮) মিথ্যা সংবাদ বিশ্বাস ও প্রচার করা থেকে সকলেই সতর্ক থাকা দরকার । অন্যথা আপনি এই হাদীছ অনুযায়ী মিথ্যাবাদী গণ্য হবেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (তা যাচাই-বাছাই না করে) তাই বলে বেড়াবে ।” (সহীহ মুসলিম) শেইখ আব্দুল্লাহ আল-কাফি বৃটিশ সাংবাদিক ইন্দ্র জোনসনে’র লেখা খবর এক বড় ধরনের মিথ্যারোপ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র । সউদী আরবের আরবী পত্রিকায় এর জোরাল নিন্দা প্রতিবাদ করা হয়েছে এতে বলা হয়েছে মুসলিমদের মধ্যে অনৈক্য বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টির জন্যই তা প্রচার করা হয়েছে । এ যমিন যত দিন থাকবে ততদিন তাঁর কবর অবশিষ্ট থাকবে । আল্লাহ্‌ তালা আমাদের জানার ও বুঝার তওফিক দান করুন । আমীন । < এই পোষ্ট আপনারা শেয়ার করুন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের জানান । এ জন্য আপনিও সওয়াব এর অধিকারী হবেন এবং আমাদের ম্যাসেজ না দিয়ে পোষ্ট দিবেন । আর কমেন্ট এ প্রশ্ন না করে,পোষ্ট করে প্রশ্ন করবেন । তাহলে আমাদের জন্য সুবিধা হয় > [ ফেসবুক এর নিয়ম অনুযায়ী আপনি যদি আমাদের পোষ্টে লাইক / কমেন্ট না দেন তাহলে আমাদের পরবর্তী পোস্ট আপনার হোম পেজ এ যাবে না । তাই লাইক / কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকুন ]
Posted on: Mon, 08 Sep 2014 15:00:31 +0000

Trending Topics



b>He left his garment in her hand, and fled, and got him out. –
Sabia que... existe uma nova bebida para mulheres
একটা প্রশ্নের উত্তর খুব
Whats on my mind fb hmmmm let me think about that ... oh wow wait
BOLLYWOOD DIVIDED ON TWO GROUPS....? Pro Modi & Anti Modi...( So

Recently Viewed Topics




© 2015