নমুনা প্রশ্নপত্র l সময়-১ - TopicsExpress



          

নমুনা প্রশ্নপত্র l সময়-১ ঘণ্টা l পূর্ণমান-১২০ [ প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২ নম্বর। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩ নম্বর কাটা যাবে] ঘরে বসে চর্চার জন্য এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছেন. ২০১১ সালে ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান. অধিকারী ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম # বাংলা ১। ‘বিচিত্র প্রবন্ধ’ প্রবন্ধটি কার লেখা? ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) প্রমথ চৌধুরী ২। ‘মর্ত্যবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়’— এটি কোন রচনার অন্তর্গত? ক) অপরাহ্নের গল্প খ) সাহিত্যে খেলা গ) একুশের গল্প ঘ) একটি তুলসী গাছের কাহিনী ৩। ‘যৌবনের গান’ রচনা অনুসারে আমাদের কবিদের বাণী কিসের মতো বহে? ক) অবিরল বৃষ্টিধারায় খ) ক্ষীণ ভীরু ঝরনাধারায় গ) খরস্রোতা নদীর মতো ঘ) উত্তাল সমুদ্রের মতো ৪. ‘গুড়গুড়ি’ শব্দের অর্থ কী? ক) মেঘ খ) ফরাশ গ) ফন্দি ঘ) ঢেঁকি ৫. ‘একুশের গল্প’ কত সালে প্রথম প্রকাশিত হয়? ক) ১৯৫৪ খ) ১৯৬৮ গ) ১৯৭৪ ঘ) ১৯৮১ ৬. ‘মহাভারত’ মহাকাব্যটি কার লেখা? ক) কালিদাস খ) কাশীরাম দাস গ) কৃত্তিবাস ঘ) জয়দেব ৭. ‘কূপমণ্ডূক’ শব্দের অর্থ কী? ক) উচ্ছৃঙ্খল খ) বিষপাত্র গ) কুয়োর ব্যাঙ ঘ) দুর্বিনীত ৮. ‘অ’-এর বিবৃত উচ্চারণ কোন শব্দে? ক) অধীর খ) গঠিত গ) করুণ ঘ) প্রচুর ৯. মধ্যাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি? ক) ও খ) উ গ) এ ঘ) আ ১০. পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে? ক) ব্যঞ্জনচ্যুতি খ) অন্তর্হতি গ) ব্যঞ্জন বিকৃতি ঘ) অভিশ্রুতি ১১. স্বভাবতই ‘ষ’ হয়েছে কোনটিতে? ক) অভিষেক খ) প্রতিষেধক গ) অভিলাষ ঘ) বিষম ১২. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে? ক) বিষমীভবন খ) সম্প্রকর্ষ গ) সমীভবন ঘ) অসমীকরণ ১৩. বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি? ক) তস্কর খ) একাদশ গ) উত্থাপন ঘ) মনীষা ১৪. ‘তোমার নেই নেই ভাব আর গেল না’ কী অর্থে দ্বিরুক্তি ব্যবহূত হয়েছে? ক) স্বল্পকাল স্থায়ী বোঝাতে খ) ক্রিয়া বিশেষণ রূপে গ) বিশেষণ রূপে ঘ) ভাবের গভীরতা বোঝাতে ১৫. ধ্বনাত্মক দ্বিরুক্তি দিয়ে কী বোঝায়? ক) ধ্বনিব্যঞ্জনা খ) তীব্রতা গ) আধিক্য ঘ) সামান্যতা ১৬. ‘সুধীর’ শব্দটিতে ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে? ক) নিশ্চয় খ) আতিশয্য গ) উত্তম ঘ) বিশেষ রূপে ১৭. কোনটি অজ্ঞাতমূল ধাতু? ক) বুধ্ খ) হের গ) বুঝ্ ঘ) লটক্ ১৮. কোনটি সঠিক? ক) ্রদা+ক্ত = দত্ত খ) ্রগৃ+ক্তি = গীতি গ) ্রধৈ+ঘ্যণ = ধার্য ঘ) ্রজি+অয় = জয় ১৯. মালিক অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ক) বাহাদুরি খ) পোদ্দারি গ) জমিদারি ঘ) মাদ্রাজি ২০. দুইয়ের তারতম্য বোঝাতে প্রথম বিশেষ্যটি প্রায়ই কি বিভক্তিযুক্ত হয়ে থাকে? ক) দ্বিতীয়া খ) পঞ্চমী গ) ষষ্ঠী ঘ) সপ্তমী ২১. ‘খোকা এখন হাঁটতে পারে’— এখানে ‘তে’ বিভক্তি কী অর্থ বোঝাতে যুক্ত হয়েছে? ক) সূচনা খ) সামর্থ্য গ) ইচ্ছা ঘ) ক্রিয়াবাচক বিশেষ্য ২২. ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’— এখানে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে কীভাবে? ক) সমার্থক বাক্যাংশযোগে খ) অসমাপিকা ক্রিয়া বিশেষণযোগে গ) কারকাদিযোগে ঘ) বিধেয় বিশেষণযোগে ২৩. ‘মাথা খাওয়া’ অর্থ কী? ক) বিরক্ত করা খ) শপথ করা গ) অস্থির হওয়া ঘ) দায়িত্ব গ্রহণ ২৪. ‘ভুজঙ্গ’ কোনটির সমার্থক শব্দ? ক) হাত খ) হাতি গ) সাপ ঘ) সমুদ্র ২৫. কোনটি শুদ্ধ বানান? ক) রৌদ্রকরজ্জল খ) রৌদ্রকরোজ্জ্বল গ) রৌদ্রকরজ্জ্বল ঘ) রৌদ্রকরোজ্জল # English 1. A person whose ‘head is in the clouds’ is — a) useless b) an aviator c) a day dreamer d)proud 2. The man is ‘clay brained’ — a) stupid b) worst c) bustard d) bad 3. For the investor who — money, silver or bonds ore good options. a) has very few b) has very little c) has so little. d) has so few 4. — with stands testing, we may not conclude that it is true but we may retain it. a) It a hypothesis b) That a hypothesis c) A hypothesis d) Hypothesis 5. Professional people expect — when it is necessary to cancel an appointment. a) you to call them b) that you would call them c) your calling them d) that you are calling them 6. After seeing a movie based on a novel, —. a) the book made many people want to read it b) many people want to read the book c) the book is read by many people d) the reading of the book interests many people 7. On an untimed test, to answer accurately is more important than — a) a quick finish b) finishing quickly c) to finish quickly d) you finish quickly 8. The correct spelling is — a) Maraschino b) Marasschino c) Mareschino d) Marescheno 9. The correct spelling is — a) Hydrangea b) Hydrenga c) Hydraenga d) Hydrange 10. The synonym of the word ‘ncorose’ is — a) depressed b) cheerful c) vindictive d) adventurous 11. The synonym of ‘weary’ is — a) angry b) fresh c) smooth d) tired 12. The antonym of ‘inimical’ — a) Hustile b) friendly c) Indifferent d) Angry 13. The antonym of ‘volatile’ is — a) stable b) help c) hamper d) awesome 14. মেয়েটি কেবল হাসতে লাগল — a) The girl was only laughing b) The girl did nothing but laugh c) The girl did nothing but only laughing d) The girl was doing nothing but laughing 15. ও কথা ছেড়ে দাও — a) Leave the matter b) Let the matter to go c) Let the matter drop d) Leave the matter to go Find out the error (16-17) — 16. in can be readily modified when caloric intake 17. of those five will work as Choose the correct sentence (18-20) — 18. a) I, you and he are present b) You, he and I are present c) You, he and I am present d) He, you and I are present 19.a) The house of our village is better than yours b) The houses of our village in better than yours c) The houses of our village are better than that of yours d) The houses of our village are better than those of yours. 20. a) The man was tall who stole my bag. b) The man stole my bag who was tall. c) The man stole my bag who is tall. d) The man who stole my bag was tall. Read the following passage carefully and. answer (Question 21-25) Throughout history, the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the salt road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flasts of ostia up the Tiber River. In return, they received a salarium. The old saying ‘worth their salt’ which mean to be valuable drivers from the custom of payment during the expire. 21. What does the passage mainly discuss? The old saying ‘worth their salt’ The Roman Empire salt Ancient Trade 22. According to the passage, salt flats were located in — Rome b) Tiber c) Ostia d) Salaria 23. Salarium is a latin word that means —. a) salt b) salary c) soldiers d) the salt road 24. It a man is ‘worth his salt’, he is — a soldier b) a thirsty man c) a valuable employee d) highly paid worker. 25. The word ‘scarce’ means — a) plenty b) bare c) costly d) necessary # বাংলাদেশ বিষয়াবলি ১. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল? ক) ১৭ এপ্রিল ১৯৭১ খ) ২৬ মার্চ ১৯৭১ গ) ১১ এপ্রিল ১৯৭১ ঘ) ১০ জানুয়ারি ১৯৭১ ২. গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? ক) শাহ আব্দুল হামিদ খ) মোহাম্মদ উল্ল্যাহ গ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ঘ) ড. কামাল হোসেন ৩. বাংলাদেশের পাহাড়শ্রেণীর ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে — ক) প্লাইস্টোসিন যুগের খ) টারশিয়ারি যুগের গ) মায়োসিন যুগের ঘ) ডেকেলিয়ান যুগের ৪. কোন দ্বীপটি পর্তুগিজদের আস্তানা ছিল? ক) নিঝুম দ্বীপ খ) মহেশখালী গ) মনপুরা দ্বীপ ঘ) সন্দ্বীপ ৫. বাংলাদেশের প্রথম ভ্রাম্যমাণ শিশু পার্কের নাম কী? ক) আনন্দমেলা খ) শিশু উদ্যান গ) আনন্দঘূর্ণি ঘ) শিশুমেলা ৬. পার্বত্য চট্টগ্রামের নুলাইং শৃঙ্গের জলপ্রপাতের উচ্চতা কত? ক) ১০৫ মিটার খ) ১০৬ মিটার গ) ১০৭ মিটার ঘ) ১০৮ মিটার ৭. বাংলাদেশে বর্তমানে কতটি ডপলার রাডার স্টেশন আছে? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ৮. তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম আদমশুমারি হয় কত সালে? ক) ১৯৪১ সালে খ) ১৯৫২ সালে গ) ১৯৬৪ সালে ঘ) ১৯৬৮ সালে ৯. কোন আদিবাসী মাতৃতান্ত্রিক? ক) লাউয়া ও মারমা খ) মারমা ও মুরং গ) গারো ও খাসি ঘ) পাঙন ও মুরং ১০. বাংলাদেশের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট কতটি? ক) ১টি খ) ৩টি গ) ৫টি ঘ) ২টি ১১. এনএপিই কোথায় অবস্থিত? ক) বগুড়া খ) ময়মনসিংহ গ) ফরিদপুর ঘ) কুমিল্লা ১২. বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কত সালে গঠিত হয়? ক) ১৯৭৮ খ) ১৯৮২ গ) ১৯৮৯ ঘ) ১৯৯২ ১৩. ‘ভোমরা’ স্থলবন্দরটি কোথায় অবস্থিত? ক) দিনাজপুর খ) সাতক্ষীরা গ) সিলেট ঘ) কুমিল্লা ১৪. ‘খুলনা’ প্রাচীন কোন নগরের অন্তর্গত ছিল? ক) রাঢ় খ) সমতট গ) বাকেরগঞ্জ ঘ) বরেন্দ্র ১৫. কত বছর পূর্বে প্রথম গ্রন্থে ‘বঙ্গ’ শব্দটি পাওয়া যায়? ক) ২০০০ বছর খ) ৩০০০ বছর গ) ৪০০০ বছর ঘ) ৫০০০ বছর ১৬. ‘গৌড়েশ্বর’ কার উপাধি ছিল? ক) হেমন্ত সেন খ) বিজয় সেন গ) লক্ষ্মণ সেন ঘ) সুশান্ত সেন ১৭. নবরত্নের মধ্যে প্রখ্যাত জ্যোতির্বিদ কে ছিলেন? ক) কনিঙ্ক খ) বরাহমিহির গ) কালিদাস ঘ) বাণভট্ট ১৮. আলেকজান্ডার কত অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন? ক) ৩২৭ খ) ৩২৮ গ) ৩২৯ ঘ) ৩৩০ ১৯. বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত? ক) মিরপুর খ) রাজেন্দ্রপুর গ) বগুড়া ঘ) যশোর ২০. ‘বাংলা একাডেমি দিবস’ কবে? ক) ১ ডিসেম্বর খ) ৩ ডিসেম্বর গ) ৬ ডিসেম্বর ঘ) ৭ ডিসেম্বর ২১. জামালপুরের পুরোনো নাম কী? ক) শাহবাজপুর খ) সিংহজানী গ) জয়দেবপুর ঘ) শমসেরনগর ২২. ‘তিন নেতার স্মৃতিসৌধ’-এর স্থপতি কে? ক) শামীম শিকদার খ) সিরাজুল ইসলাম গ) মাসুদ আহমেদ ঘ) আব্দুর রাজ্জাক ২৩. বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত? ক) ৩৮.৯% খ) ৪৮.৪% গ) ৫২.৫% ঘ) ৬১.৩% ২৪. জাতীয় পানিসম্পদ পরিষদ গঠন করা হয় কবে? ক) ২ জুন ২০১৩ খ) ২ জুলাই ২০১৩ গ) ২ আগস্ট ২০১৩ ঘ) ২ সেপ্টেম্বর ২০১৩ ২৫. বর্তমানে জাতীয় সংসদের কোন আসনে ভোটারসংখ্যা সবচেয়ে বেশি? ক) ঢাকা-১৯ খ) ঢাকা-১৭ গ) ঢাকা-১৬ ঘ) ঢাকা-১৫ # আন্তর্জাতিক বিষয়াবলি ১. নিচের কোন দেশটি আফ্রিকার নয়? ক) আলজেরিয়া খ) আলবেনিয়া গ) তিউনিশিয়া ঘ) সোয়াজিল্যান্ড ২. ‘মালাবার হিল’ কোথায় অবস্থিত? ক) কাশ্মীর খ) মুম্বাই গ) দার্জিলিং ঘ) আসাম ৩. ভুটানে প্রথম রাজতন্ত্র শুরু হয় কবে? ক) ১৯০৫ সালে খ) ১৯০৬ সালে গ) ১৯০৭ সালে ঘ) ১৯০৮ সালে ৪. ‘শ্যাকেল’ কোন দেশের মুদ্রা? ক) লেবানন খ) তুরস্ক গ) ইসরায়েল ঘ) ওমান ৫. বিশ্বের কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? ক) স্প্যানিশ খ) ইংরেজি গ) মান্দারীন ঘ) ফ্রেঞ্চ ৬. জাতিসংঘের নামকরণ করা হয় কবে? ক) ১৯৪৮ সালে খ) ১৯৪৭ সালে গ) ১৯৪৫ সালে ঘ) ১৯৪২ সালে ৭. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ক) জাপানে খ) কোস্টারিকায় গ) সুইজারল্যান্ডে ঘ) যুক্তরাষ্ট্রে ৮. ডব্লিউটিও-এর সদর দপ্তর কোথায়? ক) রোম খ) জেনেভা গ) স্পেন ঘ) প্যারিস ৯. বাংলাদেশ জাতিসংঘের অধীন কোন সংস্থার সদস্যপদ প্রথম লাভ করে? ক) UNESCO খ) FAO গ) IMF ঘ) UNICEF ১০. কমনওয়েলথ সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯৫৫ খ) ১৯৫৯ গ) ১৯৬৫ ঘ) ১৯৬৮ ১১. NAM-এর বার্তা সংস্থার নাম কী? ক) Nam News Cable খ) Nam News Network গ) Nam Cable Network ঘ) Nam News Desk ১২. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল? ক) ১৯৭৭ খ) ১৯৮৮ গ) ১৯৭৮ ঘ) ১৯৮৭ ১৩. কে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন? ক) লি ডাক থো খ) চৌ এন লাই গ) ফারাহ আইদিদ ঘ) অস্টাডিও পাজ ১৪. লুই পাস্তুর কে ছিলেন? ক) চিত্রকর খ) জীববিজ্ঞানী গ) কবি ঘ) নাট্যকার ১৫. উগান্ডায় সাবেক স্বৈরশাসক কে ছিলেন? ক) শেখ বাহাদুর দেউরা খ) আব্দুল্লাহ গুল গ) ইদি আমিন ঘ) মাহাথির মোহাম্মদ ১৬. হারারের পুরোনো নাম কী? ক) পেট্রোগ্রাড খ) ফরমুজা গ) সনসবেরি ঘ) রোডেসিয়া ১৭. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক) যুক্তরাষ্ট্র খ) চীন গ) ভারত ঘ) জাপান ১৮. সিসিলি কোথায় অবস্থিত? ক) জাপান সাগর খ) ভূমধ্যসাগর গ) প্রশান্ত মহাসাগর ঘ) আটলান্টিক সাগর ১৯. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি? ক) সনোরা লাইন খ) ম্যাকনামারা লাইন গ) ডুরাল্ড লাইন ঘ) হিস্টারবার্গ লাইন ২০. বিশ্বে শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ কোনটি? ক) কানাডা খ) জাপান গ) ডেনমার্ক ঘ) সুইডেন ২১. মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ক) মধ্যপ্রাচ্য খ) মধ্য আমেরিকা গ) আফ্রিকা ঘ) উত্তর এশিয়া ২২. Operation Desert Storm বলতে কোন যুদ্ধকে বোঝায়? ক) ইরান-ইরাক যুদ্ধ খ) ভিয়েতনাম যুদ্ধ গ) ১৯১৪ সালে উপসাগরীয় যুদ্ধ ঘ) ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ২৩. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোথায়? ক) যুক্তরাষ্ট্র খ) ভারত গ) জাপান ঘ) নেপাল ২৪. Time Machine গ্রন্থটির লেখক কে? ক) জর্জ ওরওরেল খ) এইচ জি ওয়েলস গ) ভিক্টর হুগো ঘ) বার্নাড শ ২৫. মালালা ২০১২ সালে কবে গুলিবিদ্ধ হয়? ক) ২ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ৯ অক্টোবর ঘ) ১১ অক্টোবর মডেল টেস্ট এর উত্তরগুলো মিলিয়ে নিন বাংলা : ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. গ ২০. গ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. খ English: 1. C 2. B 3. B 4. A 5. A 6. B 7. C 8. A 9. A 10. A 11. D 12. B 13. A 14. B 15. C 16. D 17. A 18. B 19. D 20. D 21. C 22. C 23. B 24. D 25. B বাংলাদেশ বিষয়াবলী: ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. গ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. ক আন্তর্জাতিক বিষায়াবলী: ১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. গ
Posted on: Sun, 21 Sep 2014 19:46:00 +0000

Trending Topics




© 2015