নরসিংহ বলতে সিংহ পুরুষ। - TopicsExpress



          

নরসিংহ বলতে সিংহ পুরুষ। যাঁরা সিংহের মত রাজ ভঙ্গীতে বিচরণ করেন তাঁদেরকে নরসিংহ বলা হয়। এ নরসিংহ গাথাটি কপিলাবস্তুতে মহাকারুণিক গৌতম বুদ্ধের প্রথম শুভাগমণ উপলক্ষ্যে যশোধরা প্রীতি-আনন্দে আবৃত্তি করেন। তিনি এ গাথার মধ্যদিয়ে বুদ্ধের ৩২ প্রকার মহাপুরুষ লক্ষণ ও ৮০ প্রকার অনুব্যঞ্জন আবৃত্তি করেন এবং পুত্র রাহুলকে পিতাকে চিনিয়ে দেন। আজকের এ উপোসথ দিবসে পশ্চিম গহিরা নিবাসী প্রিয়া বড়ুয়া নামের এক মেধাবী কন্যার সুললিত কণ্ঠে এবং বিশুদ্ধ উচ্চারণে আবৃত্তি করা “নরসিংহ গাথাটি” আপলোড করলাম। শুনুন এবং ভালো লাগলে ডাউনলোড করে সংগ্রহে রাখুন। অতঃপর সকাল-সন্ধ্যা মনোযোগের সহিত শ্রবণ করুন।
Posted on: Sun, 17 Aug 2014 10:35:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015