পাঁচ দফায় পঞ্চায়েত ভোটের - TopicsExpress



          

পাঁচ দফায় পঞ্চায়েত ভোটের প্রস্তাব দিল কলকাতা হাইকোর্ট৷ ২, ৪, ৬, ৮ এবং ৯ জুলাই ভোট করানোর প্রস্তাব দিয়েছে আদালত৷ এবিষয়ে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত৷ দুপুর তিনটেয় ফের শুনানি৷ সওয়াল-জবাবে কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল অবশ্য জানান, সরকার রাজ্য নির্বাচন কমিশনের সন্তুষ্টি অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর প্রতিশ্রুতি দিতে না পারলে দফা পরিবর্তনের কোনও প্রশ্ন নেই৷ আজ হাইকোর্টে সওয়াল-জবাবের সময় অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়ে বলেন, প্রথম দফাতেই বিশাল বাহিনী ঘাটতি৷ এখন কী করা উচিত? বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এই পরিস্থিতিতে দুটো রাস্তা রয়েছে৷ হয় বাহিনীর অভাবে ভোট বন্ধ করে দেওয়া হোক৷ নচেত্‍ একসঙ্গে বসে আরও দফা বাড়ানো হোক৷ সরকারি আইনজীবী বিরোধিতা করে বলেন, ১০ জুলাই থেকে রথযাত্রা৷ তারপর শুরু হচ্ছে রমজান৷ তিনি বলেন, রাজ্য নির্বাচনের আশঙ্কা ভিত্তিহীন, সংবাদমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করে করে এই আশঙ্কা৷ এরপর বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আশঙ্কার কথা মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ যদি কোনও ঘটনা ঘটে, তাহলে ক্ষত সারানো ছাড়া তার মোকাবিলা করার অবকাশ থাকে না৷
Posted on: Tue, 25 Jun 2013 08:03:20 +0000

Recently Viewed Topics




© 2015