পাকিস্তান ও - TopicsExpress



          

পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় অন্তত ৮০ জন নিহত টানা কয়েকদিনের প্রবল বর্ষণের জন্য পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং আফগানিস্তানের পূর্বাঞ্চলে মৌসুমি বন্যায় অন্তত ৮০ জনের মৃত্যু এবং শত শত মানুষ গৃহহীনহয়েছে। উভয় দেখেই অজানা সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে।এই বন্যায় পাকিস্তানের বৃহত্তম শহর করাচী এবং আফগানিস্তানের পাঁচটি প্রদেশ প্লাবিত হয়েছে। এখানেই ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পাকিস্তানের দক্ষিণপশ্চিম অঞ্চলের প্রদেশ বেলুচিস্তান থেকেও বন্যার কারণে মৃত্যুর খবর এসেছে।পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছে করাচীর অধিকাংশ মৃত্যু হয়েছে বিদ্যুতের সং¯পর্শে আসার কারণে। কর্মকর্তারা জানান জোরালে হাওয়ার জন্য ১৮মিলিয়ন মানুষ অধ্যুষিত মহানগরের অনেক বিদ্যুতের থাম ভেঙ্গে গেছে। এছাড়া দেয়াল ধসেও অনেকের মৃত্যু হয়েছে।পাকিস্তানের আবহাওয়া দপ্তর আজ সোমবারআরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এতে নদীর পানি-স্ফীতি দেখা দিয়ে অবস্থা আরও গুরুতর হতে পারে। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয় ২০১০ সালে যাতে ১,৮০০ মানুষের মৃত্যু আর ২১ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পাশের দেশ আফগানিস্তানে শনিবার থেকে শুরু বন্যায় পাঁচটি প্রদেশে ৪০ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি মানুষ মারাগেছে রাজধানী কাবুলের পূর্বে অবস্থিত সুরোবি জিলাতে, সেখানে ৩৪ জন মারা গেছে। কর্মকর্তারা জানিয়েছে এছাড়াও ৩০ জন নিখোঁজ আছে। °°°°°°°°°°zia°°°°°°°°°°
Posted on: Mon, 05 Aug 2013 07:12:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015