পীর সাহেব চরমোনাই - TopicsExpress



          

পীর সাহেব চরমোনাই বলেন, আমাদের ছেলেদেরকে অপহরণের মত করে গ্রেফতার করা হয়েছে। যেভাবে ওদেরকে নিয়ে গেল, তাকে অপহরণ বললে অত্যুক্তি হবেনা। তারা বললো, ছাত্র আন্দোলনের ছেলেরা নাকি ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছে। কিন্তু আমি তাদের রেকর্ডে পড়ে দেখলাম, আমার আর মুফতী সাহেবের (ফয়জুল করীম দা বা) বিভিন্ন সরকারবিরোধী বক্তব্যগুলোই লিখেছে মাত্র। এখন এই বক্তব্য দেয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আপনারা আমাদেরকে গ্রেফতার করেন! আমাদের দোষে আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাবেন, এটা কী রকম আইন? এটা কোন ধরণের যুক্তি? আমি বিশ্বস্তসূত্রে জানতে পেরেছি, ছাত্রনেতাদেরকে বিনা বিচারে, বিনা রিমান্ডে প্রচন্ড নির্যাতন- টর্চার করা হয়েছে। আমি হুশিয়ার করে দিতে চাই, এই সুশৃংখল ছাত্রদেরকে ক্ষেপাবেন না। অন্যথায় আল্লাহর এই সেনানীদেরকে কোন শক্তিই রুখতে পারবেনা ইনশাল্লাহ! এই ছাত্ররা আমাদের ভবিষ্যত। তারা আমাদের সহযোগী শক্তি। তাই অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির ব্যাবস্থা না করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তখন আল্লাহর ফজলে যে জনস্রোত উঠবে, সরকার আর তাদের দালালেরা তৌহিদী জনতার সেই তুফানকে থামাতে পারবেনা ইনশাআল্লাহ
Posted on: Mon, 30 Sep 2013 01:19:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015