পোলাপানের স্মার্টনেস - TopicsExpress



          

পোলাপানের স্মার্টনেস দেখে মাঝে মধ্যে নিজেরই লজ্জা লাগে। কাল ভার্সিটির এক পোলারে দেখলাম, প্যান্ট পড়সে এত নীচে যে মনে হচ্ছে একটু পরেই সেটা খুলে যাবে। আর গায়ে দেয়া টি শার্টটা টানতে টানতে এত লম্বা করসে যে হাঁটুর সামান্য উপরে চলে আসছে। দেখে মনে হয় ডেঞ্জার জোনে প্যান্ট পড়ার কারণে শরীরের বিশেষ অঙ্গ দেখা না যাওয়ার জন্যই টি শার্ট এত লম্বা। একটু পরপরই সে টি শার্টটা টেনে দিচ্ছিল। তারপর যখন হেঁটে চলে যাচ্ছিল তখন তার পেছনের দিক দেখে মনে হল ছোট বাচ্চারা হাগু করার পর প্যান্ট যেমন হয়ে ঝুলে থাকে তার প্যান্টও ঠিক তেমনি ঝুলে ছিল। অদ্ভুত তার স্মার্টনেস। আমাদের ডিপার্টমেন্টের এক ছেলে, সেকেন্ড সেমিস্টারে থাকতে প্রায় দেড় বছর আগে একটা ডিএসএলআর কিনে। তারপর আর কি শুরু হয় ফুডু তোলা। হাগতে গেলেও ফুডু মুততে গেলেও ফুডু। তারপর ফেসবুকে ফটোগ্রাফি পেজ খুলে আমারে সহ সবাইরে লাইক দেয়ার জন্য ইনভাইট করে। এদিকে পোলার সেমিস্টার যে কখন শুরু হয়ে কখন শেষ হয় তার খবর নাই। কতগুলা সাবজেক্টে যে ব্যাকলগ আছে তার খবরও সে রাখেনা। আহামরি খুব একটা ভাল ছবি তুলে তাও না। বুঝিনা এরা যদি ফটোই তুলবে তবে কষ্ট করে ভার্সিটিতে ভর্তি হওয়ার কি দরকার। মাঝে মধ্যে সে ডিএসএলআর হাতে নিয়ে পোজ দিয়ে ছবি আপলোড দেয়। একটা ব্যাপার মাথায় ঢুকেনা হাতে ডিএসএলআর নিয়ে এমনভাবে পোজ দিবে যেন কারো ছবি তুলছে, কিন্তু অন্যদিকে কাউকে বলে, "ভাই আমার একটা ছবি তুলে দে না"...। ডিএসএলআর এর মালিক নরমাল ক্যামেরা দিয়ে তোলা ছবি আপলোড দেয় কারণ নিজের ডিএসএলআর দিয়ে তুললে তো মানুষ তার ক্যামেরা দেখবে না...। ওই ছেলেকে মাঝে মধ্যে দেখি, টং দোকানে চুল লম্বা এক বড়ভাইয়ের সাথে আড্ডা দিতে। আপুদের কাছেও আবার ডিএসএলআর এর মালিকদের আলাদা কদর। কারণ তারা বলে, "ভাইয়া আমার কিছু ছবি তুলে দেন না!!"... তারপর ভাইয়া গদগদ হয়ে ফটো তুলে দেয় সেই আপুর, আপলোড দেয় তার ফটোগ্রাফি পেজে। আপুরা হয়ে যান মডেল!!! প্রকৃতপক্ষে সে বড়লোক বাপের ছেলে তার আছে দামি ফোন ল্যাপটপ। কিছুদিন পর পর ফোন চেঞ্জ করে কিংবা হারিয়ে ফেলে। বিলাসিতা করার সমস্ত সুযোগ, তাই ডিএসএলআর কিনে ফটোগ্রাফার হওয়ার শখটা অপূরণ থাকবে কেন? বেশীরভাগ ক্ষেত্রে যাদের বিলাসিতার সুযোগ নেই তারাই ঠিকমতো পড়াশুনা করতে চায়, মাঝে মধ্যে অর্থাভাবে তাও ঠিকমতো হয়ে উঠেনা। _Icarus Er Dana
Posted on: Fri, 05 Jul 2013 08:47:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015