পছন্দের মানুষটিকে যেদিন - TopicsExpress



          

পছন্দের মানুষটিকে যেদিন প্রথম জানিয়েছিলেন আপনার অনুভুতির কথা সেদিনের ঘটনাগুলো কি মনে আছে? কেমন লাগছিলো তখন? মনে অজানা আশঙ্কা, পেয়েও হারাবার ভয়, কারো কারো কাঁপতে থাকা গলার স্বর অথবা হাঁটুতে হাঁটুতে সংঘর্ষ- এরকম আরো কত কি! বলে আসলেই শেষ করা যাবে না। এসব অনুভূতি যে মানুষে মানুষে ভিন্ন হয়ে থাকে। কিন্তু যদি এমন হয় যে- একজন গণিতবিদ এসে আপনার বয়স শুনে তারপর ক্যালকুলেটর চেপে একটু গম্ভীর গলায় বলে দিলেন- “ভাই, আমার মনে হয় আপনি আজ প্রপোজ না করে অমুক দিন করেন, তাহলে সে হয়তো আপনাকে একসেপ্ট করতেও পারে”!!! শুনেই চোখ ছানাবড়া হবার দশা, তাই না? কিন্তু এক গণিতবিদের দাবি, তিনি এই অসাধ্যটিই সাধন করেছেন... University of New South Wales School of Mathematics and Statistics-এর প্রফেসর টনি ডুলি নিয়ে এসেছেন নিম্নের গাণিতিক সূত্রটি যার মাধ্যমে মনের মানুষটিকে উপযুক্ত সময়েই বিয়ের প্রস্তাব দেয়া সম্ভব বলে দাবি করেছেন তিনি। তবে এত বড় সূত্র দেখে ভয় পাবার কিছু নেই। কারণ আপনাকে খাতা-কলম নিয়ে বসে বসে এর সমাধান করতে হবে না। টনি ডুলি নিজেই এর সমাধান করেছেন আমাদের জন্য। এর মান ০.৩৬৮। এখন আসা যাক মূল প্রসঙ্গে- কীভাবে আপনি বের করবেন মনের মানুষটিকে আপনাদের বিয়ের জন্য প্রস্তাব দেয়ার বয়সটি! প্রথমেই আপনাকে ভাবতে হবে, সবচেয়ে কম কত বছর বয়সে আপনি বিয়ে করতে চান। এরপর আরেকটু চিন্তা করে দেখুন- কত বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকলেও আসলে আপনার ক্ষতি নেই। এবার এই দুই বয়সের পার্থক্যকে ০.৩৬৮ দিয়ে গুণ করুন। তারপর গুণফলের সাথে যোগ করুন প্রথমে চিন্তা করা সবচেয়ে কম বয়সের মানটি। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বয়স। খুঁজে পাবেন সেই উত্তর- কবে পাচ্ছেন আপনার মনের মানুষটিকে :-P । যেমন- ধরা যাক, আপনি ২১ বছর বয়সেই বিয়ের কথা চিন্তা করছেন। কিন্তু সব মিলিয়ে যদি আপনাকে ৩০ বছর বয়স পর্যন্তু অপেক্ষা করতে হয় তাতেও আপনার খুব একটা আপত্তি নেই। তাহলে বসা যাক ক্যালকুলেটর নিয়েঃ (৩০-২১) = ৯ ৯ * ০.৩৬৮ = ৩.৩১২ ৩.৩১২ ২১ = ২৪.৩১২ অর্থাৎ আপনার জন্য ২৪ বছর ৩ মাস বয়সটিই সবচেয়ে উপযুক্ত মনের কথাটা পাকাপাকি বলে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য। এত বড় এই সূত্রটি ফিন্যান্সিয়াল আর মেডিক্যাল সেক্টরের নানা প্রতিষ্ঠিত সমীকরণের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে যেখানে গুরুত্ব দেয়া হয়েছে সর্বোচ্চ প্রাপ্তি আর সর্বনিম্ন খরচের ব্যাপারটিকে। ডুলির মতে, এই সূত্রগুলোর সবগুলোই ছিলো মারাত্মক রকমের রোম্যান্টিক আর একজন নারী একটি ক্যান্ডেল-লাইট রেস্টুরেন্টে ঠিক যা শুনতে চায় এমন জিনিসেই পরিপূর্ণ। তিনি আরো বলেন, এই সূত্রানূযায়ী কাউকে বিয়ের প্রস্তাব দেয়ার কাছাকাছি বয়সে পৌঁছে গেলে আপনার উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব মনের মানুষটিকে আপনার মনের আড়ালে লুকানো প্রশ্নটি জিজ্ঞেস করা। কারণ হয়তো তিনিই আপনার জন্য সর্বোত্তম... কি মনে হয়? কাজ করবে এই সূত্র? গণিত কি ভালোবাসা আর বিয়ের মতো ব্যাপারগুলো তাহলে বোঝা শুরু করলো? দেরি না করে ক্যালকুলেটর নিয়ে তাড়াতাড়ি বসে পড়ুন আর হিসেব করে দেখুন আপনার বিয়ের সঠিক সময় কবে
Posted on: Thu, 19 Sep 2013 18:37:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015