পরীক্ষার হলে ২০ মিনিটে - TopicsExpress



          

পরীক্ষার হলে ২০ মিনিটে পরীক্ষা শেষ হওয়ার পর যখন স্যার খাতা জমা নিচ্ছিলো না তখন বসে বসে লিখলাম ফেবুতে তা এখন শেয়ার করলামঃ বসে আছি। কোন কারন নেই,এছাড়া কিছুই করার নাই। পরীক্ষার হলে কক্ষ পরিদর্শক হল মহাজনের মত। কি বিশ্বাস হচ্ছে না?? তারাই পরীক্ষার হলের হর্তা-কর্তা,আর নিজেকে মনে হচ্ছে ঋণখেলাপি বর্গা চাষা রহিমের মত। মহাজনেরা যদি বলে 'অ" তাহলে সেটাই "অ" আবার যদি বলে এটাই "ক" তাহলে সেটাই "ক"। কিন্তু আসলে যে সেটা "চ" তা জেনেও না জানার ভান করে আছি। তাই কক্ষ পরিদর্শকগনই হলো মহাজন। বসে আছি। থাকতেই হবে মহাজন বলেছে। #ভাগ্যিস_মহাজন কিডনিটা চেয়ে বসেনি।
Posted on: Tue, 27 Aug 2013 07:53:19 +0000

Trending Topics



le="min-height:30px;">
LUNCH SPECIALS-Friday Peas and
West Africa Common Pidgin Proverbs Craze no hard to form, na the

Recently Viewed Topics




© 2015