পৃথিবীর গুপ্তধনের - TopicsExpress



          

পৃথিবীর গুপ্তধনের ভাণ্ডার(Potosi/Bolivia): বিশ্বে গুপ্তধনের ভাণ্ডার কোথায় আছে মনে হয় আমরা অনেকেই তা জানি না। অতি প্রাচীনকাল থেকেই মানুষ বসবাসের অনুপযোগী আন্দিজ পর্বতের “পতোসি” নামক স্থানে যুগযুগ ধরে ভিড় জমিয়েছে। একসময় রেড ইন্ডিয়ানদের জমজমাট বসতি ছিল এই স্থান। কিন্তু আগ্নেয়গিরির কড়াল গ্রাসে কয়েক মিনিটের মধ্যেই তা ধ্বংস হয়ে যায়। তার পরও এখানেই মানুষের বসবাসের কারণ গুপ্তধনের ভাণ্ডার। অনেকে এই স্থানটিকে কুবেরের রাজ্য নামেও অভিহিত করে থাকেন। যুগযুগ ধরে আগ্নেয়গিরির লাভার সাথে উত্থিত বহুমুল্য খনিজ সম্পদে পরিপূর্ণ বলিভিয়ার এই স্থানটি। এখানকার পর্বতগাত্র, গুহা এবং মাটিতে সোনা রুপা থেকে শুরু করে এমন কোন ধাতু নেই যা খুঁজে পাবেন না। এখানকার পাথরের চাই, মাটি একটু ধারালো অস্ত্র দিয়ে চাঁচলেই আপনি পেয়ে যাবেন কোন না কোন মুল্যবান ধাতু-আর ভাগ্য সুপ্রসন্ন থাকলে সেই চাই টি সোনার হওয়াও অসম্ভব কিছু নয়। পাশেই রয়েছে বিশ্বের বৃহত্তম গন্ধকের খনি। তীব্র শীত,প্রায় সব সময় ঝড় এমনকি প্রায় প্রতিদিন তুষার ঝড় উপেক্ষা করে যে স্থানে গাছপালা পর্যন্ত জন্মাতে পারে না সেই প্রতিকূল পরিবেশে কেবল মাত্র গুপ্তধনের কারনেই এখানে জমজমাট মানুষের বসতি, হাটবাজার, উপাসনালয় ইত্যাদি গড়ে উঠেছে যুগযুগ ধরে। সুতরাং পতোসিকে গুপ্তধনের ভাণ্ডার বলাটা মোটেও অত্যুক্তি নয়। ভাল থাকুন সবাই// সনজিত কর্মকার
Posted on: Thu, 30 Oct 2014 04:50:37 +0000

Recently Viewed Topics




© 2015