পৃথিবীর যেকোন প্রান্ত - TopicsExpress



          

পৃথিবীর যেকোন প্রান্ত থেকে একটা SmS এর মাধ্যমে আপনার ফোন অফ করে ফেলুন পোস্টের শিরোনাম পড়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন!!হ্যা আপনি ঠিকই দেখেছেন তবে অবাক হয়ে ভুল করেছেন কারণ আপনি তো Root User!!হ্যা ঠিক,এই অ্যাপটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই Rooted হতে হবে।যারা জানেন তাদের স্যালুট কিন্তু তারা এই পোস্ট টির মাধ্যমে ই জেনেছিলেন । এবার মুল আআলোচনায় আসা যাক।এই প্রক্রিয়া একটি অ্যাপের মাধ্যমে করা হয় অ্যাপের নাম :Remote turn power off.apk অ্যাপ সাইজ:৩৩৫ কেবি!! [অবাক খাইয়েন না সাইজ দেইখ্যা ] রিকোয়ারমেন্ট:Android 4 or 4++ & Rooted তারিখ:12-01-2015 ইং তথ্য:মনে করুন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন টি বাসায় রেখে গেছেন।সেট টি অন রাখা আছে যা আপনার কাম্য ছিলোনা।কারণ অনেকেই ফোন টি হাতাতে পারে বা কথা বলতে পারে মোট কথা আপনি চান না এটা অন থাক।কিন্তু আপনি দুরে কিছুই করার নেই। কিন্তু আপনি তো রুট ইউজার, আপনার দ্বারা সব সম্ভব। আপনি বাংলাদেশ এর যে প্রান্তেই থাকেন জাস্ট একটা sms পাঠাবেন আর ফোন টি সেকেন্ডের মাঝে অফ হয়ে যাবে!!!এবার মুল কাজ,,, নির্দেশনা :অ্যাপ টি অপেন করুন,এবার enter current code এ null লিখুন,এবার Enter new code এ আপনার মনের মতো কোড বসিয়ে দিন।এবার Changed save record এ ক্লিক করুন। ভালভাবে বুঝতে ছবি দুটি দেখুন। এবার অন্য যেকোন ফোন দিয়ে যেমন সিঙ্গাপুর থেকে Nokia 1110 ফোন থেকে যে কোড টা আপনি নতুন দিলেন ওটা সেন্ড করে পাঠান যে সিম অ্যান্ড্রয়েড ফোনে আছে অই নম্বরে।সেটা যেকোন সিম হোক না কেন যেফোনে অ্যাপটি আছে ওখানে ভরা থাকলেই হলো।আপনার ফোনে কোড দেয়া Sms টি এলে রুট পারমিশন চাবে গ্রান্ট দিন।(এটা শুধু প্রথমবার ঈ করতে হবে)দেখবেন সেট অফ হয়ে গেছে।এর পর থেকে যে কোন নম্বর থেকে আপনার কোড সেন্ড করলেই ফোন অফ হয়ে যাবে!!ম্যাজিক না? একবার ট্রাই করেই দেখুন। ডাউনলোড লিংক: Http://forum.xda-developers/attachment.php?attachmentid=1858423&d=1365099191 এটি একটি জিপ ফাইল, আপনি চাইলে Recovery মুড এ গিয়ে ফ্লাশ মারতে পারেন।আর যদি এক্সট্রাক্ট করেন তো দুটি ফোল্ডার পাবেন।সেখানে System ফোল্ডারের ভিতর অ্যাপটি পাবেন।তবে এক্সট্রাক্ট করাই ভাল বিস্তারিত: forum.xda-developers/showthread.php?t=2207126 বিশেষ দ্রষ্টব্য : লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকুন। সকল অ্যাপ নিজ দায়িত্বে ব্যবহার করবেন,কোন প্রকার ক্ষতির জন্য আমরা দায়ী নই। রুট করার পর অবশ্যই উচিত ব্যাকআপ নিয়ে রাখা তাই নিশ্চিন্তে সব ব্যবহার করতে পারবেন। পোস্ট ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে,ভাল থাকুন
Posted on: Fri, 16 Jan 2015 07:49:11 +0000

© 2015