াপ্পু আর টিনা - TopicsExpress



          

াপ্পু আর টিনা দুজনদুজনের প্রেমে দিওয়ানা। মহল্লারসবার চোখ ফাকি দিয়ে একদিননির্জন পার্কে গেল দেখা করাতে। দুজন পাশাপাশি হাটতেছিল, কিছুদূর হাটার পর টিনা পাপ্পুকে বলল- তুমি নিশ্চয় আমার হাত ধরতে চাও? পাপ্পু লাজুক ভাবে বলল-হা, কিন্তু তুমি বুঝলে কি করে? টিনা – তোমার চোখের দিকে তাকিয়ে দুজন দুজনার হাত ধরেকিছুক্ষন হাটার পর টিনা পাপ্পুকে বলল- তুমি নিশ্চয় আমাকে কিস করতে চাও? পাপ্পু আরও লাজুক হয়ে বলল- হা, কিন্তু তুমি বুঝলে কি করে? টিনা – তোমার চোখের দিকে তাকিয়ে। গাছের আড়ালে পাপ্পু টিনাকে কিস করলো। দুজনেই বেশ কিছুক্ষন চুপচাপ। নীরবতা ভেংগে টিনা পাপ্পুর চোখেরদিকেতাকিয়ে বলল- তুমি নিশ্চয় আমার সাথে রোমান্টিক কাজ করতে চাও,তাই না? পাপ্পু লজ্জায় লাল হয়ে- হা, তুমি নিশ্চয় চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলেছ? - - - - - - টিনা কিছুটা লাজুক হয়ে - না, আসলে তোমারপ্যান্টের দিকে তাকিয়ে...। মজা পাইলে লাইকে গুতা মারেন। #Parvej
Posted on: Wed, 31 Jul 2013 14:43:42 +0000

Trending Topics




© 2015