প্রিয় প্রাণের ৭১ এর - TopicsExpress



          

প্রিয় প্রাণের ৭১ এর বন্ধুরা = শুভেচ্ছা নিবেন । হরতাল - অবরোধের নামে নির্বিচারে মানুষ পুড়িয়ে মারা কখনোই মেনে নেওয়া যায় না । Blogger and Online Activist Network - BOAN এর আহ্বানে সহমর্মিতা জানিয়ে আগামী কাল ১৭/০১/২০১৫ = সময় - বিকেল ৩ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সকলের সাথে হরতাল -অবরোধের নামে সহিংসতার বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানাব । তাই প্রাণের ৭১ সকল বন্ধুদের বিনীত ভাবে সবাইকে অনুরোধ জানাব সবাই চলে আসুন বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে । মানবতা বিরোধী যে কোন অপচেস্টার বিরুদ্ধে প্রাণের ৭১ এর সংগ্রাম চলবেই । জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।। শাহীন রাকিব # সভাপতি # প্রাণের ৭১ ।। — with এস এম শান্ত হাসান and 14 others.
Posted on: Fri, 16 Jan 2015 18:07:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015