প্রিয় বাংলাদেশ, আশা - TopicsExpress



          

প্রিয় বাংলাদেশ, আশা করি... না, তুমি ভালো নেই। তোমার ভালো থাকার কথা নয়, তোমার ভালো থাকা উচিত নয়। চল্লিশ -- দেখতে দেখতে বয়সও কম হয়নি, বয়সের ভারে তুমিও ডায়াবেটিসে আক্রান্ত, তোমার বীরেরাও আক্রান্ত বেহায়াটিসে। মায়ের কোল ছেড়ে যে খোকা গিয়েছিল গেরিলাযুদ্ধে, সে খোকা আজ ঘুমোয় রাজাকারের কোলে! বউয়ের আঁচল ছেড়ে যে মেজর গড়েছিল জেড ফোর্স, সে মেজরবউ আজ পোলাও খায় আল-বদরের ঝোলে! আজ নষ্ট তোমার একাত্তর, নষ্ট তোমার বাহাত্তর, নষ্ট তোমার পঁচাত্তর! আজ রাজাকারবন্দনায় বুদ তোমার একেকটি নষ্ট বীরউত্তম, আল-বদরের মুক্তিকামনায় মত্ত তোমার একেকটি নষ্ট বীরবিক্রম, ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নষ্ট মুক্তিযোদ্ধার ক্রম! পর সমাচার -- রাজাকার মরে রাজাকার রয়েছে, বদর মরে বদর রয়েছে। আর? তোমার একেকটি বীরপ্রতীক মরে একেকটি রাজাকার হয়েছে, তোমার একেকটি বীরবিক্রম মরে একেকটি বদর হয়েছে! প্রিয় বাংলাদেশ, ইতিহাস কথা কয় -- আমি জানি, নষ্ট বীরের নষ্ট নীড়ে তোমার ভালো থাকার কথা নয় .
Posted on: Fri, 24 Oct 2014 06:16:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015