প্রিয় বন্ধুরাঃ . ব্রাজিল - TopicsExpress



          

প্রিয় বন্ধুরাঃ . ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টাররা পড়েনঃ ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টপ ১০ খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে ফিফা। কে কত গোল করেছে তার উপর ভিত্তি করে এটা তৈরি হয় নি। এটা তৈরি হয়েছে মাঠের মধ্যে সর্ব্বোচ্চ পারফরমেন্সের উপর।নতুন আবিষ্কৃত এক সুপার ভিডিও ক্যামেরা দ্বারা এই নির্বাচন করা হয়েছে। নিচে এদের নাম দেওয়া হলঃ 1.DAVID LUIZ(BRA) 2.JAMES RODRIGUEZ (COL) 3.KARIM BENZAMA (FRA) 4.ARJEN ROBBEN (NED) 5.JAN VERTONGHEN (BELG IUM) 6.NEYMAR J R(BRA) 7.THIAGO SILVA (BRA) 8.IVAN PERISIC (CROATIA) 9.JOHAN DJOUROU (SWITERLAND) 10.THOMAS MUELLER (GER) এই টপ ১০ জন খেলোয়ারের মধ্যে ব্রাজিলের ৩ জন প্লেয়ার এবং এটাই যে কোন দলের জন্য সর্ব্বোচ্চ। মেসি নিঃসন্দহে ভাল খেলোয়ার কিন্তু তার নাম তো কোথাও নেই।এর মাধ্যমে প্রমানিত হয় যে ,এইবার বিশ্বকাপে মেসির চেয়ে আর ও কমপক্ষে ১০ জন ভাল খেলোয়ার আছে। [বিঃদ্রঃবিশ্বাস না হলে খবর দেখেন অথবা গুগল সার্চ করেন] . . বিদ্রোহী লেখক
Posted on: Sat, 05 Jul 2014 19:02:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015