প্রতিদিন এক’শ টা চুল - TopicsExpress



          

প্রতিদিন এক’শ টা চুল পড়া নাকি স্বাভাবিক। কিন্তু কে আর গুনে রাখে। তবে এটা ঠিক, চুল সবার-ই পড়ে, কারও কম-কারও বেশি। এই চুল পড়া সমস্যা থেকে বাচাঁর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে কী কারণে আপনার চুল পড়ছে। কারণটা খুজে বের করে, তারপর সেই সমস্যার সমাধান করতে হবে। তখন আপনা-আপনিই চুল পড়া বন্ধ হয়ে যাবে। নানা কারণে আমাদের মাথার চুল পড়ে থাকে। যেমন- চুলের গোড়ায় রক্ত সঞ্চালন না হলে, অ্যানিমিয়া থাকলে, স্ট্রেচ-টেনশনে থাকলে, চুলে খুশকি হলে, বড় কোন অসুখে ভুগলে। আর যেকোনো কারণেই চুল পড়ুক না কেন কিছু নিয়ম মেনে চললে সমস্যার সমাধান পাওয়া যায়। নিন্মে কিছু নিয়ম দেওয়া হলঃ 01. সপ্তাহে একদিন অন্তত ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ অলিব অয়েল মিশিয়ে পুরো চুলে লাগান। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে নিন। 02. নারিকেল তেলের সাথে দারুচিনি গুড়া করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল পড়া বন্ধ হয়। 03. ঘুমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে হালকাভাবে চুল আচড়ে নেবেন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হয়ে থাকে। 04. আমলকি ও জবাফুল নারকেল তেলে ফুটিয়ে বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার আগে ওই তেলে চুলের গোড়ায় ম্যাসেজ করেন। 05. সবুজ সাকসবজি ফলমূল বেশি খান। 06. বেশি করে প্রোটিনযুক্ত খাবার ও প্রচুর পানি পান করুন। ***এই পেইজে প্রায় ১৮,০০০ জন ফ্যান আছে। অথচ, কমেন্ট করে মাত্র ১০ থেকে ১২ জন। এটা হতাশাজনক। আপনাদের লাইক ও কমেন্টগুলো আমাদেরকে নতুন পোস্ট দিতে উৎসাহিত করে, আমরা অনুপ্রাণিত হই। আপনারা যদি লাইক ও কমেন্ট না করেন তাহলে বাধ্য হয়েই আমরা এই পেইজ চালানো বন্ধ করে দিবো। যাই হোক, আপনাদের যদি কমেন্ট করতে খুব বেশি কষ্ট হয়, তাহলে “Thanks” এই ওয়ার্ডটার প্রথম বর্ণ “ T ” লিখে কমেন্ট করুন।
Posted on: Tue, 13 Aug 2013 17:01:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015