**প্রতিদিন কুইজ প্রতিদিন - TopicsExpress



          

**প্রতিদিন কুইজ প্রতিদিন পুরস্কার** কুইজ-৪৪ 1. “মৌমাছি” কার ছদ্মনাম? A. সমরেশ বসু B. অনন্ত বড়ু C. রাজশেখর বসু D. বিমল ঘোষ 2. ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কত সালে? A. ১৯৪৫ B. ১৯৩৪ C. ১৯২৩ D. ১৯৩০ 3. গণিতের নোবেল খ্যাত “অ্যাবেল পুরস্কার” দেয়া হয় কোন দেশ হতে? A. নরওয়ে B. সুইডেন C. জাপান D. হাঙ্গেরি 4. VLSI এর পূর্ণরূপ কোনটি? A. Very Large System Input B. Very Large Scale Integration C. Very Long System Integration D. Very Large System Integration 5. কোনটি শুদ্ধ বানান? A. শ্বাস্বত B. শাশ্বত C. শ্বাশত D. স্বাসত সঠিক উত্তরদাতাদের মধ্য হতে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জনকে ২০ টাকা করে মোবাইলে লোড দেয়া হবে। কুইজে অংশগ্রহণের নিয়মাবলীঃ => প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিতে হবে। => কমেন্ট বক্সে শুধুমাত্র A/B/C/D লিখতে হবে। => সকল প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে (A, B, C, D, A) ১টি কমেন্টে লিখতে হনে। অতিরিক্ত কোন কিছু লিখার প্রয়োজন নেই। => উত্তরের সাথে অবশ্যই নিজের আসল নাম দিতে হবে। => একটি আইডি হতে একটি মাত্র কমেন্ট করা যাবে। একাধিক কমেন্ট করলে তা বাতিল বলে গণ্য হবে।
Posted on: Tue, 02 Sep 2014 11:11:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015