।। প্রতিলোম বিবাহের - TopicsExpress



          

।। প্রতিলোম বিবাহের কুফল প্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বৈজ্ঞানিক বিশ্লেষণ।। ‘‘আমার মনে হয়, less evolved sperm (স্বল্পবিবর্ত্তিত শুক্রকীট) যদি more evolved ovum (অধিকতর বিবর্ত্তিত ডিম্বকোষ)-এর fertilising agent ( উগ্দময়ক) হিসাবে কাজ করতে যায়, সেখানে biological law-এর (জীববিজ্ঞানসম্মত বিধির) উপর একটা outrage (অত্যাচার) করা হয়। তাই ovum (ডিম্বকোষ) সেখানে sperm (শুক্রকীট) কে repel (প্রতিরোধ) করতে চায়, মিলনকালীন এই দ্বন্দ্বের ফলে মাতৃধাতু ও পিতৃবীজের বৈশিষ্ট্য বিধ্বস্ত, বিকৃত ও বিপর্য্যস্ত হ’য়ে পড়ে। সন্তান না পায় মায়ের ভালটা, না পায় বাপের ভালটা। সে একটা কিম্ভূতকিমাকার পদার্থে পরিণত হয়। তার প্রকৃতি হয় সাম্যহারা, দ্বন্দ্ব -প্রবণ পরিধ্বংসপ্রসূ। বিপর্য্যয়ী-স্বভাবের দরুণ সে নিজের সঙ্গেই নিজে পেরে ওঠে না। যা’ কিছু সুন্দর ও মহৎ, তার বিরুদ্ধেই হয় তার অভিযান। তার innate luxury (অন্তঃস্যুত বিলাস ) হয় to discare the great (মহতের বর্জ্জন)। এক কথায়, প্রয়াস তার হয় শ্রেয়-বিরোধী, অস্তিত্ব বিলোপী। যে নীতি জাতির পক্ষে যত কল্যাণকর, সেই নীতির পরিপন্থী সে ততখানি। সে যে কতখানি অব্যবস্থ, সে যে কখন কী করবে, তা সে নিজেই জানে না। এমন লোক আদৌ নির্ভরযোগ্য হ’তে পারেনা। তারা বিশ্বাসঘাতক হবেই ।................... ’’ (আঃপ্রঃ ৪র্থ খন্ড)
Posted on: Sun, 28 Sep 2014 15:23:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015