প্রথম সফলভাবে - TopicsExpress



          

প্রথম সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণকারী মহাশূন্য অনুসন্ধানী যান --লুনা-৯ চাঁদে মানুষ যায় কোন মহাশুন্যযানে --অ্যাপোলো-১১ > চাঁদের বুকে মানুষ প্রথম অবতরন করেন কবে? উ: ২০ জুলাই ১৯৬৯ > চাঁদে প্রথম অবতরনাকারী মানুষের নাম কি? উ: নীল আর্মস্ট্রং > পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? উ: চাঁদ >পৃথিবী হতে চাঁদের দুরত্ব কত? উ:২,৩৯,০০০ মাইলস >চাঁদের ব্যাস কত? উ: ২১৬০ মাইল > পৃথিবীর চারিদিকে চাঁদের একবার ঘুরে আসতে কত সময় লাগে? উ: সাড়ে ২৯ দিন > পৃথিবীর চেয়ে চাঁদে কোন জিনিসের ওজন কত হবে? উ: ছ্য় ভাগের এক ভাগ > কার আকর্ষণে জোয়ার ভাটা হ্য়? উ: চাঁদ ও পৃথিবীর আকর্ষণে কোন গ্রহের কোন চাঁদ নেই --বুধ পৃথিবী চাঁদের তুলনায় কতগুণ বড়? --৪৯ চাঁদ হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে প্রায় --১.৩ সেকেন্ড পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন -- চন্দ্রগ্রহণ হয় ফলে পৃথিবীর ছায়া চাঁদে পরে চাঁদের হাট কথাটির অর্থ -- ???
Posted on: Mon, 18 Aug 2014 00:53:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015