প্রশ্নঃ “সাহস কাকে - TopicsExpress



          

প্রশ্নঃ “সাহস কাকে বলে??” আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা একদিন তার অফিসে বসে বসে ভাবছিলেনঅনেকদিন কোন যুদ্ধ করা হয় না,তাই কোন দেশে আক্রমণ করা যায় সেটা। তখন তার টেলিফোন বেজে উঠলো। “হ্যালো” উত্তেজিত গলায় এক কণ্ঠস্বর বলে উঠলো “আমি হাবলু বলছি, বাংলাদেশ এর ভোলামিয়া গ্রাম থেকে;আমি আপনাকে এজন্য ফোন দিয়েছি যে আমি আপনার বিরুদ্ধে অফিশিয়ালি যুদ্ধ ঘোষণা করছি” আনন্দে লাফিয়ে উঠে ওবামা বললেন “হুম হাবলু। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। তো তোমার সৈন্য বাহিনী কত বড়?” “এই মুহূর্তে-“হাবলুএকটু হিসেব করে বলল “ আমি, আমার কাজিন পাপ্পু ,আমার পাশের বাড়ির রহিম আর আমাদের গ্রামের পুরো কাবাডি টিম। সব মিলে ১০ জন” ওবামা গলা খাঁকারি দিয়ে বলল“তোমার অবগতির জন্য জানাচ্ছি হাবলু,আমাদের সৈন্য বাহিনীতে ১০ লাখ সৈন্য শুধুআমার নির্দেশের অপেক্ষায় আছে” “ওহ হ” হাবলু চিন্তিত গলায় বলল “আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিচ্ছি” পরের দিন হাবলু আবার ফোন দিল। “মিস্টার ওবামা, যুদ্ধ এখনোবলবৎ আছে” হাবলু বলল “আমরা কিছু স্থলবাহিনীর অস্ত্রশস্ত্র জোগাড় করেছি” “কি অস্ত্রশস্ত্র জোগাড় করেছ তুমি হাবলু?” ওবামা জবাব দিলেন “দুইটা লাঙ্গল,একটা ষাঁড় আররহিমের ট্র্যাক্টর” হাবলু তেজদিপ্ত গলায় বলল “আর মালিপুর থেকে মেট্রিক পাশ ৪জন ছেলে আমাদের সাথে যোগ দিয়েছে” ওবামা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল “তোমাকে বলতেই হচ্ছে হাবলু,আমাদের আছে ১৫০০০ ট্র্যাঙ্ক,১০০০০সাঁজোয়া যান আর আমি তোমার সাথে কথা বলারআরও ১০ লাখ সৈন্য বাড়িয়েছি” “ও তেরি! আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি” পরের দিন হাবলু আবার ফোন দিল “ওবামা সাহেব, আমরা এখনো যুদ্ধের ঘোষণা অব্যাহত রাখছি” হাবলু বলল “আমরা রহিমের ট্রাক্টরকে কিছুটা উন্নত করেছি; দুটো এয়ারগান এতে যুক্ত করেছি;বিমানবাহিনীর জন্য আমরা ৩টা সেচপাম্প জোগাড় করেছি সাথে একটা জেনারেটরও” ওবামা এবারও দীর্ঘশ্বাস ফেলে বললেন “তুমি হয়ত জানো না,আমাদের ১০০০০ বোম্বার, ২০০০০ ফাইটার প্লেন আছে। আর আমি আমাদের সৈন্য আরও ৩০ লাখ বাড়িয়েছি” “ও মা!!” হাবলু জবাব দিল “আমি পরে ফোন করছি” পরের দিন হাবলু আবার ফোন দিল “সরি মিস্টার ওবামা; আমরা যুদ্ধ ঘোষণা বাতিল করছি” হাবলু বলল “শুনে দুঃখ পেলাম” ওবামা তাচ্ছিল্যের সাথে বলল “তো হটাৎ মতের এই পরিবর্তন?” “আমরা চা খেতে খেতে অনেকক্ষণ আলোচনা করলাম “হাবলু বলতে লাগল “পরে আমরা একমত হলাম যে আমরা কোন ভাবেই ৩০ লাখ বন্দী সৈন্যকে খাওয়াতে পারব না” উত্তরঃ “একেই বলে সাহস!”
Posted on: Wed, 03 Jul 2013 04:35:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015