প্রসঙ্গ: নাটোর - TopicsExpress



          

প্রসঙ্গ: নাটোর কালেক্টরেট বনভোজন-২০১৪ * কারও কারও মতে বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক বনভোজনের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে কালেক্টরেটের মতো ৫০০/৬০০ জনের বিশাল বহরের জন্য তো নয়ই। তাদের যুক্তি: পর্যাপ্ত বসার ব্যবস্থা নাই, টয়লেট সমস্যা ইত্যাদি। ** এগুলো সবই Lame excuse. আপনি বনভোজনে গেছেন, সেখানেও যদি আপনি চিরচেনা পরিবেশ খুঁজতে থাকেন তাহলে আমি বলব বনভোজন আপনার জন্য নয়। * অনেকেই সিনিয়র-জুনিয়র, কর্মকর্তা-কর্মচারীর সম্পর্কের কথা বলেছেন। ** আমরা তো সবাই গিয়েছি চিরচেনা কর্মব্যস্ততা ভুলে একটু আনন্দ করার জন্য। সেখানে সিনিয়র-জুনিয়রও আছে, কর্মকর্তা-কর্মচারীও আছে। তাই বলে সেখানেও যদি আমি সিনিয়রিটি খাটাতে চাই, আমি কর্মকর্তার কর্তৃত্ব জাহির করতে চাই, তাহলে আপনাদের প্রতি আমার উদাত্ত আহবান-বনভোজন বলেন আর পিকনিক যেটাই বলেন আপনাদের জন্য নয়। *** একমাত্র ব্যতিক্রম(ব্যতিক্রম বললে ভুল হবে, একমাত্র যিনি কর্মকর্তা হিসেবে নয়, একজন অংশগ্রহণকারী হিসেবে বনভোজনে গিয়েছিলেন) হলেন শ্রদ্ধেয় শঙ্কর কুমার বিশ্বাস স্যার। স্যার স্যালুট! তিনি সেখানে একজন অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত হয়েছিলেন তার প্রমাণ মিলে তার পোশাকেও, স্যার কে ধন্যবাদ। * অনেকে অভিযোগ করেছেন তারা নাস্তা/খাবারের প্যাকেট পান নাই। ** আপনারা তো আরামে বাসে গিয়েছেন, হয়তো কোন কারণে আপনাদের জন্য বরাদ্দকৃত নাস্তা/খাবারের প্যাকেট আপনাদের হাতে পৌঁছে নি। কিন্তু একবার ভাবেন তো- যে মানুষগুলো বৃহস্পতিবার ছুটির দিনে আপনাদের মতো ছুটি উপভোগ না করে বনভোজনের আয়োজনে দিনাতিপাত করেছে, শুক্রবারেও তাই, শুক্রবার দিবাগত রাত ০২-০০ টা পর্যন্ত আপনাদের নাস্তার প্যাকেট প্রস্তুত করে রাতের ঘুম নষ্ট করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিল আপনারদের হাতে সময় মতো দুপুরের খাবার পৌঁছে দেয়ার জন্য, তারাও কিন্তু নাস্তার প্যাকেট বঞ্চিত হয়েছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ দুপুরের খাবার প্যাকেটও পাননি। এখন একটু চিন্তা করুন! * অনেকের ধারণা পুরো চাঁদার অর্থটাই পানিতে পরেছে। ** যদি কারও মনে এমন ভাবনার উদয় হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত তার জন্য। শেষ কথা এই যে, যদি মনে করেন পানিতে পরেছে, চাঁদার পরিমাণটা জানালে আমি ব্যক্তিগতভাবে পরিশোধ করব। আর আমার চাকরির বেতন ১০০% হালাল!
Posted on: Fri, 07 Mar 2014 04:34:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015